সব পরিবারেই এমন কিছু পোশাক থাকে যা বাড়িতে কাচা যায় না। ঝোঁকের মাথায় তা করতে গেলে পোশাকেরই বারোটা বাজে। সূক্ষ ফ্যাব্রিকের (What you must dry clean every 6 months) দফারফা অবস্থা হয়। সঙ্গে পোশাকের আকার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। আর তেমন হলে আর ফিটিং (Home Care Tips)হবে না। তখন পোশাকটা কাউকে দিয়ে দেওয়া বা ফেলে দেওয়া ছাড়া অন্য গতি থাকে না। প্রতীকী ছবি।
ম্যাট্রেস: বিছানায় পাতা থাকে। বলা যায় দিনে প্রায় ৮ ঘণ্টা যাবতীয় অত্যাচার সহ্য করে ম্যাট্রেস। ঘুমনোর সময় শরীর এবং মাথা থেকে ড্রাই স্কিন খসে যায়। সে সব জমা হতে থাকে ম্যাট্রেসে। ফলে কয়েক মাসেই প্রচন্ড নোংরা হয়ে যায় (Home Care Tips)। তাই বছরে অন্তত ২ বার একে ড্রাই ক্লিনিংয়ে পাঠানো উচিত। প্রতীকী ছবি।
এই সব পোশাকআশাক ছাড়াও বাড়িতে এমন অনেক জামাকাপড় থাকে যেগুলোকে ড্রাই ক্লিনিংয়ে পাঠানোই উচিত। ইদানিং অনেক জামাকাপড়ের ঘাড়ের কাছে ছোট্ট একটা লেবেল সেঁটে দেওয়া হয়, তাতে লেখা থাকে ‘ড্রাই ক্লিন ওনলি’ (What you must dry clean every 6 months)। সেটাও দেখে নিতে হবে। এরপরেও কোনও সন্দেহ থাকলে ড্রাই ক্লিনারের কর্মচারীদের সঙ্গে আলোচনা করে নিতে হবে। প্রতীকী ছবি।