Kolkata Murder: হেদুয়ায় রহস্যজনক ভাবে মহিলা খুন, ছেলেও আহত! 'নিজের মানুষকে' খুঁজছে পুলিশ
- Published by:Suman Biswas
- Written by:SHANKU SANTRA
Last Updated:
Kolkata Murder: বটতলা গৃহবধূ খুনে এবং তার ছেলেকে খুনের চেষ্টা পেছনে কি একান্ত নিজের মানুষ জড়িয়ে রয়েছে? সন্দেহ দানা বাঁধছে।
কলকাতা: গত ১১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ বটতলা থানার হেদুয়া পার্কের ঠিক পাশেই, ৩এ রাজাবাগান স্ট্রিটের নিজেদের বাড়িতেই মীনাক্ষী ভট্টাচার্য খুন হন। সঙ্গে তার ছেলে বিনায়ক ভট্টাচার্য (১৫) গুরুতর আহত হয়। ঘটনার কারণ নিয়ে রীতিমতো চিন্তায় পড়েছে পুলিশ।
পুলিশের দাবি, এখনও পর্যন্ত কোনও সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। তবে এই ধরনের খুনের কায়দা দেখে বেশ কয়েকটি প্রশ্ন উঠে আসছে। যা অপরাধ বিজ্ঞানের তদন্তের ক্ষেত্রে প্রথম ধাপ বলে মনে করেন তদন্তকারীরা। যেভাবে চপার দিয়ে মহিলাকে ভর সন্ধ্যায় আঘাত করা হয়েছে, তাতে বিষয়টি পরিষ্কার যে, মহিলাকে খুনের জন্যই এসেছিল আততায়ী।
advertisement
advertisement
সেই সময় ছেলে মাকে বাঁচাতে যেতে তাকেও রীতিমতো খুনের মতো করেই কোপানো হয়। ভট্টাচার্য পরিবারের ওখানে দীর্ঘদিনের বাস। ওই বাড়িতে উপর নীচ করে তিনটি পরিবার থাকে। তারা ঘটনার সময় কিছু জানতে পারেনি। কারণ হিসাবে যেগুলো মনে করা হচ্ছে, ১.অনেক সময় চোর কিংবা ডাকাত চুরির সময় কিংবা ডাকাতির সময় বাধা পেলে তারা খুন করে। সর্বোপরি তারা যদি পরিচিত হয়ে থাকে বা ধরা পরে যাওয়ার সম্ভবনা থাকে।
advertisement
এক্ষেত্রে পরিবারের তরফ থেকে কোনো চুরি যাওয়ার অভিযোগ এখনও পাওয়া যায়নি। ২.অনেকেই বলছেন যে, মা ও ছেলেকে খুন করার একটাই উদ্দেশ্য থাকতে পারে।সেটা হল কোন বস্তু সংক্রান্ত বিষয় কিংবা সম্পর্কের অবনতির ফলেই। তবে পরিবারের লোকজন এই সমস্ত বিষয়ে কোনও ভাবে মুখ খুলছে না। তবে মৃতার স্বামীকে বারবার ধরে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে পারিবারিক কোনো শত্রুতা ছিল কিনা?
advertisement
মৃতার স্বামী সুশান্ত ভট্টাচার্যের ৭০ বছর বয়স। তিনি একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। বিবাহ অনেক দেরিতে করেছিলেন। তাদের সন্তান অনেকটাই পরে হয়েছিল। তার আগে সুশান্ত বাবুর ভাইপো খুব আদরের ছিল ওঁর কাছে। প্রতিবেশীরা পরিবারে কোনও দিন গন্ডগোল শোনেননি।তবে বিষয় কিংবা বস্তু নিয়ে সমস্যা ছিল না তো! এই প্রশ্ন ঘুরছে এলাকার মানুষের মধ্যে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2023 9:09 AM IST