Kolkata Corporation Election 2021: ৮৫ নম্বর ওয়ার্ডে দেবাশীষ কুমার গরীবের মসিহা,জনগণের বন্ধু

Last Updated:

কলকাতা মিউনিসিপ্যালিটির ভোট- সোজা কথায় পুরসভা-র নির্বাচনের (Kolkata Municipality Election 2021) আগে একেবারে কোমর বেঁধে নেমে পড়লেন এলাকার কাছের ও কাজের মানুষ দেবাশীষ কুমার৷

Kolkata Muicipality Election 2021: Debashis Kumar starts campaign in 85 no ward
Kolkata Muicipality Election 2021: Debashis Kumar starts campaign in 85 no ward
#কলকাতা:  কলকাতা মিউনিসিপ্যালিটির ভোট- সোজা কথায় পুরসভা-র নির্বাচন (Kolkata Municipality Election 2021) ৷ তাই বিভিন্ন দলের প্রার্থীরা পৌঁছে যাচ্ছেন দরজায় দরজায়, কাজ ভোট ভিক্ষা৷ এমনি ভাবেই ভোটের প্রচারে বেরিয়ে পড়েছেন দেবাশীষ কুমার (Debashis Kumar)৷  ৮৫ নম্বর ওয়ার্ডে দেবাশীষ কুমার চারবার কাউন্সিলর। এবার নিয়ে পাঁচবারের হবেন।
পন্ডিতিয়া ১৩নম্বর বস্তিতে এই মহিলাকে জিজ্ঞাসা করা হল, এত সকালে টাইম কলে জল এসে গেছে? উনি বললেন '‘এটা টাইম কল না।২৪ ঘণ্টা জল পাওয়া যায়।'’ এটাই শুরু ছিল সকালের। ৮৫ নম্বর ওয়ার্ডে দেবাশীষ কুমার (Debashis Kumar) চারবার কাউন্সিলর। এবার নিয়ে পাঁচবারের হবেন।সকালবেলা দেবাশীষ কুমার পণ্ডিতিয়া ১৩ নম্বর বস্তিতে যান।  বস্তিবাসীদের বক্তব্য, ‘‘শুধু টালির বাড়ি বলেই সবাই বস্তি বলেন। খোলা শৌচালয়, ভোরবেলা আর বিকেল বেলা টাইম কলের জল,চারদিকে নোংরা পড়ে থাকা,নোংরা ড্রেন,সেসব আর এখন কিছু নেই।সবের কৃতিত্ব দেবা'দার। ’’ কলকাতা মিউনিসিপ্যালিটির ভোট- সোজা কথায় পুরসভা-র নির্বাচনের (Kolkata Municipality Election 2021) আগে একেবারে কোমর বেঁধে নেমে পড়লেন এলাকার কাছের ও কাজের মানুষ৷
advertisement
advertisement
দেবাশীষ কুমার (Debashis Kumar)  সকাল সাড়ে আটটায় শুরু করলেন বাড়ি বাড়ি ভোট প্রচার। এটাকে ঠিক প্রচার বলে না অনেকে। প্রত্যেকেই যেন পাড়ার ছেলেকে পাশে পেলেন। সেই ফাঁকে দেবাশীষ কুমার বাড়ি বাড়ি ঢুকে কাউকে জিজ্ঞাসা করলেন, ‘‘শরীর কেমন আছে?’’ কাউকে বললেন, ‘‘আপনার ম্যালেরিয়া হয়েছিল না?’’ এইভাবে সকালবেলাটা এ গলি- ও গলি করে ঘুরে বেড়ালেন এলাকার দেবা'দা।  দেবাশীষ কুমার বললেন, ‘‘বস্তির উন্নয়ন যা হওয়ার, তা হয়েছে। সেটাকে ধরে রাখা একটা বড় দায়িত্ব। তিনি বললেন,২৪ ঘণ্টা বস্তিতে জল আসার জন্য জল জমানোর অভ্যাসটা কমেছে। যার ফলে ডেঙ্গু কমেছে।’’
advertisement
তিনি এও বললেন, ‘‘এই বস্তিতে প্রতিটি বাড়িতে উচ্চ শিক্ষিত ছেলে মেয়ে রয়েছে। এলাকাটি এতটাই দামী যে ওখানে কেউ ফ্ল্যাট ফ্ল্যাট কেনার সামর্থ্য নেই সবার। তাছাড়াও একেবারে কলকাতার মধ্যে। যার জন্য অভ্যাসটা ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারেননি অনেকে। সবাই ওই বস্তি আঁকড়ে পড়ে রয়েছেন।’’
advertisement
সকাল বেলা দেখা গেল বস্তির গলিগুলো পরিষ্কার করছে ঝাড়ুদারেরা। আগে বস্তির মধ্যে পা দিলে মনে হত এই বুঝি নোংরা লেগে গেল! সকালে বস্তিতে গিয়ে দেখা গেল, চোখ বন্ধ করে হাঁটা যায়। ঘরবাড়ির ঘনত্বের জন্য গলিগুলো খুব সংকীর্ণ। ওই ভাবেই  এ গলি থেকে ও গলি হয়ে দেবাশীষ কুমার প্রচার সারলেন। মানুষের আশীর্বাদ নিলেন।  কেউ কেউ এগিয়ে এসে বললেন ঘরের চালটা নুইয়ে পড়েছে। '‘একটু দেখে দিও বাবা।'’পেছন থেকে একজন বলে উঠলেন '‘কাল হয়ে যাবে।'’
advertisement
SHANKU SANTRA
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Corporation Election 2021: ৮৫ নম্বর ওয়ার্ডে দেবাশীষ কুমার গরীবের মসিহা,জনগণের বন্ধু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement