West Bengal Weather Update: দ্রুত শক্তি বাড়াচ্ছে Cyclone Jawad, সবেগে বইবে ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: শাহিনের পর এবার ঘূর্ণিঝড় জাওয়াদ (cyclone jawad)। থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ি (West Bengal Weather Update) সপ্তাহান্তে ফের দুর্যোগ৷ West Bengal Weather Update: শনি ও রবিবার কলকাতা সহ উপকূল সংলগ্ন জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সর্তকতা। কলকাতাতে আজও ১৮ ডিগ্রির নিচে পারদ। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা । পূবালী হাওয়ার দাপট বাড়বে ।
West Bengal Weather Update-এ জারি সতর্কতা৷ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ (cyclone jawad)। এর প্রভাবে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া। শনি ও রবিবার কলকাতা সহ উপকূল সংলগ্ন জেলায় ঝোড়ো হাওয়ার (Stormy Wind) সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির (Heavy Rain) সর্তকতা। কলকাতাতে আজও ১৮ ডিগ্রির নিচে পারদ। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা । পূবালী হাওয়ার দাপট বাড়বে উত্তুরে হাওয়া কমবে। Photo Courtesy- Windy
advertisement
শাহিনের পর এবার ঘূর্ণিঝড় জাওয়াদ (cyclone jawad)। সৌদি আরবের দেওয়া এই ঘূর্ণিঝড়ের অর্থ উদার বা মহান। থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে। আবহাওয়া দফতরের ওয়েদার আপডেট (West Bengal Weather Update) ঘূর্ণিঝড়ের নাম হবে জাওয়াদ। যার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া (Stormy Wind) বইবে এবং বৃষ্টির তোড় (Heavy Rain) বাড়বে৷
advertisement
দক্ষিণ থাইল্যান্ডের নিম্নচাপ ঘূর্ণাবর্তে (Cyclonic Storm) পরিণত হয়েছে। এটি ক্রমশ দক্ষিণ আন্দামান সাগরে ঢুকবে। আগামীকাল এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ রূপে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ দক্ষিণ-পূর্ব পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এ অবস্থান করবে। শক্তি সঞ্চয় করে সেখানেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই গভীর নিম্নচাপ। ঘূর্ণিঝড়ের নাম হবে জাওয়াদ (cyclone jawad)। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এর অভিমুখ হবে উত্তর-পশ্চিম দিকে। শনিবার সকালে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা ওড়িশা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা।
advertisement
এর প্রভাবে বাংলার উপকূলে সমুদ্র উত্তাল হবে। শনিবার সকালে সমুদ্র উপকূলে বাতাসের গতিবেগ ৬৫ থেকে ৮০ কিলোমিটার হতে পারে। মৎস্যজীবীদের সতর্কবার্তায় আবহাওয়া দফতর জানিয়েছে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধাজ্ঞা। যারা সমুদ্রের রয়েছেন তাদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা বাংলায়? এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি (Heavy Rain) এবং উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টির (Stormy Wind) সম্ভাবনা। শনি ও রবিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়াতে কাটবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
শুক্রবার ৩ ডিসেম্বর শুক্রবার আবহাওয়ার পরিবর্তন মেঘলা আকাশ। উপকূলের দুই জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কিছুটা দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার ৪ ডিসেম্বর। বৃষ্টি বাড়বে শনিবার। সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া এবং ঝাড়গ্রামে। সঙ্গে থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া।
advertisement
রবিবার ৫ ডিসেম্বর। রবিবার বৃষ্টির ব্যাপকতা আরো বাড়বে। সঙ্গে ঝোড়ো হাওয়ার গতিবেগ। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা কলকাতা ঝাড়গ্রাম এবং হাওড়া থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। রবিবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে কলকাতা ঝাড়গ্রাম হাওড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং উত্তরবঙ্গের মালদহ জেলাতে ও ভারী বৃষ্টির পূর্বাভাস। এই ছেলে গুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে।
advertisement
কলকাতাতে কেমন আবহাওয়া (Kolkata Weather)। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন কলকাতাতেও। মেঘলা আকাশ সঙ্গে হালকা পূবালী বাতাস বইতে থাকবে। বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার বৃষ্টি হবে কলকাতায়। দু-এক পশলা মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে কলকাতাতে। রবিবার বৃষ্টি ও ঝড়ের ব্যাপকতা বাড়বে কলকাতায়। ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা কলকাতা শহরে। হালকা বৃষ্টি চলবে সোমবারে ও।
advertisement
advertisement
এই অসময়ের বৃষ্টিতে বেশকিছু শস্যের ক্ষতি হতে পারে। শুক্রবার এর মধ্যে ধান কাটার ব্যবস্থা করতে পারেন। যারা সরষে ও আলু লাগিয়েছেন জমিতে সেই জমিতে যাতে জল না জমে তার জন্য আগাম ড্রেন কেটে রাখতে পারেন। ঝোড়ো হাওয়া ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিরাপদ স্থানে থাকার পরামর্শ আবহাওয়াবিদদের। Input- BISWAJIT SAHA