#কলকাতা: Multibagger stock ইউনাইটেড স্পিরিটস (United Spirits) -র কোয়ালিট শেয়ারের মধ্যে একটা শেয়ার যা শেয়ার হোল্ডারদের অনেক টাকা রোজগারে (Earn Money) সাহায্য করল ৷ গত এক মাসে এই মাল্টিব্যাগার স্টক (Multibagger stock) যারা কিনেই চটজলদি লাভের জন্য শেয়ার ছেড়েছেন তাঁদের লাভ হয়নি৷ কিন্তু যাঁরা শেয়ার কিনে ভুলে যান সেই ধরণের বিনিয়োগকারীদের একেবারে মালামাল করে দিল এই ইউনাইটেড স্পিরিটস (United Spirits) -র মাল্টিব্যাগার স্টক (Multibagger stock)৷ গত ২০ বছরে শেয়ার ৮ টাকা ৮৬ পয়সা থেকে বেড়ে ৮৮৬.৭৫ টাকা হয়েছে৷ অর্থাৎ এই টাকার বৃদ্ধি প্রায় ১০০ গুণ৷ বিনিয়োগের (Investment) জন্য দারুণ এই ইউনাইটেড স্পিরিটের (United Spirits) মাল্টিব্যাগার স্টক (Multibagger stock)৷
বিনিয়োগকারীরা মালামাল
গত এক বছরে এই মদের স্টকে প্রায় ৫৬৭ টাকা থেকে বেড়ে ৮৮৬ টাকা হয়েছে৷ প্রায় ৫৬ শতাংশ মুনাফা হয়েছে৷ গত পাঁচ বছরে এই মাল্টিব্যাগার শেয়ারের (Multibagger stock) বৃদ্ধি ১১৫ শতাংশ৷ যাতে বিনিয়োগকারীরা মোটা টাকা পেয়েছে৷ তাদের বিনিয়োগ দ্বিগুণ হয়েছে৷ গত পাঁচ বছরের নিরিখে শেয়ারের বৃদ্ধি হয়েছে ৩৮০ টাকা প্রতি শেয়ার থেকে ৮৮৬ টাকা প্রতি শেয়ার৷
মিন্টে প্রকাশিত খবর অনুযায়ি Choice Broking-র কার্যকারী নির্দেশক সুমিত বগাড়িয়া বিনিয়োগকারীদের (Investment) টাকা রোজগারের (Earn Money) জন্য শেয়ার কেনার পরামর্শ দিয়েছেন৷ তিনি বলেছেন, ‘‘ইউনাইটেড ম্যাকডাওয়েলের (United Spirits) শেয়ারের দাম আরও বাড়তে পারে৷ এই স্টক ৮৫০ টাকা স্টপসের সঙ্গে ৯৪০ টাকা থেকে ৯৮০ টাকার লক্ষ্যে বর্তমান দামে কিনতে পারেন৷’’