Firhad Hakim|| 'চুরি করে নিয়ে গেলাম', ১০১ নম্বর ওয়ার্ড থেকে কী চুরি করলেন ফিরহাদ হাকিম? তুমুল আলোচনা...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Latest Kolkata News: দলের কাউন্সিলরের ওয়ার্ড থেকে চুরি করে নিয়ে গেলেন মেয়র! ফিরহাদ হাকিম নিজে মুখেই স্বীকার করলেন সেই কথা! তুমুল আলোচনা চলছে...
#কলকাতা: দলের কাউন্সিলরের ওয়ার্ড থেকে চুরি করে নিয়ে গেলেন মেয়র! ফিরহাদ হাকিম নিজে মুখেই স্বীকার করলেন সেই কথা!
শুক্রবার ছিল ১০১ নম্বর ওয়ার্ডে একসঙ্গে চারটি পার্কের উদ্বোধন। উদ্বোধন করেন মেয়র ফিরহাদ হাকিম। সেখানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে এসে মেয়র জানান, "আমি এখানে এসে বাপ্পার আইডিয়া চুরি করে নিয়ে গেলাম। আগামিদিনে এ গুলো কাজে লাগাব। ওঁর কাজের মধ্যে একটা বৈচিত্র্য, সৃজনশীলতা লক্ষ্য করা যায়। যেটা সবাই পারে না। একসঙ্গে চারটে পার্ক উদ্বোধন কলকাতায় অন্য কোনও ওয়ার্ডে এর আগে হয়নি। কলকাতার সব ওয়ার্ড যদি এই রকম কাজ করতো তাহলে বেশ ভাল হতো।'
advertisement
আরও পড়ুন: শ্রীনগর-লেহ হাইওয়েতে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা! ২ বাঙালি পর্যটকের মর্মান্তিক মৃত্যু! আহত বহু...
তিনি আরও বলেন, "কলকাতায় জমির দাম বেড়েই চলেছে। তাই কেউ জায়গা ছাড়তে চায় না। কিন্তু সবুজ থাকতে হবে। যেখানে পার্ক হয়েছে সেখানে একসময় ভ্যাট ছিল। চারিদিকে গাছ লাগানো হয়েছে। আমরা ভাবি রাস্তাঘাট, আলো, জল করলেই আমাদের লোকে সমর্থন করবে। কিন্তু গাছ না থাকলে মানুষই তো থাকবে না। তখন কে কাকে ভোট দেবে? তাই ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের উদ্যোগ প্রশংসনীয়। এই আইডিয়াটা আমি এখান থেকে চুরি করে নিয়ে গেলাম। এর আগেও বাপ্পার আইডিয়া চুরি করেছি। ও এখানে খুব ভাল দুর্গাপুজো করে। আমিও একটা ছোট্ট করে পুজো করি। পুজোর সময় এখানে এসে আইডিয়া চুরি করে নিয়ে যাই।"
advertisement
advertisement
আরও পড়ুন: সন্ধ্যার মধ্যেই ঘনাবে দুর্যোগ! কোন কোন জেলায় নামবে ঝেঁপে বৃষ্টি? জানুন সর্বশেষ Updates...
যদিও সব কাজের নেপথ্যে মেয়রের অবদান আছে বলে জানিয়েছেন বাপ্পাদিত্য। তিনি বলেন, "যখনই যে কোনও কাজের জন্য যাই মেয়রের সহযোগিতা পাই। কোনও দিন সেটা ছিনিয়ে আনতে হয়নি। হাসিমুখেই তিনি দিয়েছেন। আমার কাজের প্রশংসা তিনি করেছেন এটা আমার কাছে বড় পাওয়া। তিনি আমাকে স্নেহ করেন। ভালোবাসেন। আমিও কাজ করার চেষ্টা করি।"
advertisement
Ujjal Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2022 2:48 PM IST