Kolkata Metro: বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ শহরে কম মেট্রো চলছে, অবশ্যই জেনে নিন

Last Updated:

Kolkata Metro: শুক্রবার কলকাতা মেট্রোর বহু ট্রেন বাতিল করা হয়েছে। অল্প কিছু ট্রেন চলবে। জেনে নিন।

কলকাতা মেট্রো (ফাইল ছবি)
কলকাতা মেট্রো (ফাইল ছবি)
কলকাতা: মেট্রো সময়মতো না চলা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল যাত্রীদের মধ্যে। সেই আবহেই বৃহস্পতিবার মেট্রো কর্তৃপক্ষের ঘোষণা, আগামী এক মাসেরও বেশি সময় ধরে শনি এবং রবিবার মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত সকালের দিকে ৩ ঘণ্টা ১০ মিনিট কোনও মেট্রো চলবে না। মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই পরিষেবা বন্ধা রাখা হবে বলে জানানো হয়েছে।
এরই সঙ্গে জানা দরকার, কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ রুটে দৈনিক ২৮৮টি মেট্রো চলাচল করে। কিন্তু বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ শুক্রবার (৫ মে, ২০২৩) ওই রুটে চলবে ২৩৪টি মেট্রো বলে মেট্রো রেলের তরফ থেকে জানানো হয়েছে। মিলবে ১১৭টি আপ ও ১১৭টি ডাউন মেট্রো পরিষেবা৷ শুক্রবার বুদ্ধ পূর্ণিমা থাকায় সরকারি ছুটির দিন। শুক্রবার কলকাতা মেট্রোর বহু ট্রেন বাতিল করা হয়েছে। অল্প কিছু ট্রেন চলবে।
advertisement
আরও পড়ুন: সেরার সেরা, বাংলার এই স্কুলকে নিয়ে চর্চা এখন দেশজুড়ে! কৃতিত্ব শুনলে গর্ব হবে
আগামী ১ মাস মেট্রো পরিষেবায় বদল। চলতি সপ্তাহের শনিবার থেকে শনি এবং রবিবার মেট্রো পরিষেবায় বেশ কিছু পরিবর্তন হবে। ১১ জুন পর্যন্ত প্রতি শনিবার ও রবিবার এই নয়া সূচি অনুযায়ী পরিষেবা পাবেন যাত্রীরা। মূলত কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমারের অর্থাৎ টালিগঞ্জের মধ্যে ট্র্যাক মেইটেন্যান্স কাজের জন্য মেট্রোর সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হচ্ছে।
advertisement
advertisement
তবে তবে সোম থেকে শুক্র মেট্রো পরিষেবা অপরিবর্তিত থাকবে।পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ৬, ৭, ১৩, ১৪, ২০, ২১, ২৭, ২৮ মে এবং ৩, ৪, ১১ জুন পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে। শনিবার ও রবিবার কবি সুভাষ থেকে টালিগঞ্জের মাঝে ট্র্যাক মেইটেন্যান্সের কাজ হবে। তার জন্য সময়সূচিতে কিছু পরিবর্তন হয়েছে।
advertisement
শনিবারগুলি অর্থাৎ ৬, ১৩, ২০, ২৭ মে এবং ৩ জুন প্রতি শনিবার কবি সুভাষ থেকে সকাল ৬টা ৫০ মিনিটের বদলে সকাল ১০টায় চালু হবে পরিষেবা। দক্ষিণেশ্বর এবং দমদমের মধ্যে মেট্রো পরিষেবা অপরিবর্তিত থাকবে।দক্ষিণেশ্বর থেকে বা দমদম থেকে যে ট্রেনগুলি কবি সুভাষের উদ্দেশে ছাড়ে সেগুলি প্রতি শনিবার টালিগঞ্জ পর্যন্ত যাবে। ফলে এই আগামী ১ মাস শনিবার সকাল ৬টা ৫০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষের মধ্যে মেট্রো পরিষেবা মিলবে না।
advertisement
রবিবারগুলি অর্থাৎ ৭, ১৪, ২১ মে এবং ৪ জুন প্রতি রবিবার দক্ষিণেশ্বর বা দমদম থেকে সকাল ৯টায় যে পরিষেবা দেওয়া হয় তা অপরিবর্তিত থাকবে। তবে কবি সুভাষ থেকে সকাল ৯ টার বদলে সকাল ১০টায় চালু হবে মেট্রো চলাচল। ২৮ মে ও ১১ জুন দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ দু’দিক থেকেই রবিবার সকাল ৯টার পরিবর্তে সকাল ১০টায় পরিষেবা চালু হবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ শহরে কম মেট্রো চলছে, অবশ্যই জেনে নিন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement