Kolkata Metro Rail: আর চলবে না মেট্রোর নন এসি রেক! পরিষেবা থেকে বিদায় নিলেও, এখনই মিলবে না ছুটি

Last Updated:

৩৭ বছর পরে বন্ধ হবে যাত্রী নিয়ে দৌড়। তবে মাঝে মধ্যেই এমারজেন্সি ডিউটিতে বেরোতে হবে কলকাতার (Kolkata first Metro Reck) প্রথম মেট্রোকে।

#কলকাতা: এটা অনেকটাই সেই হারাধনের ১০টি ছেলের মতো। ছিল পাড়াময়। একটা কোথায় হারিয়ে গেল......এখানে অবশ্য হারাধনের ছেলে নয়। এটা নস্ট্যালজিয়া, এটা স্মৃতি, এটা অনেক ভালোবাসা, রাগ আর দুঃখের গল্প। যা শুরু হয়েছিল ১৯৮৪ সালের ২৪ অক্টোবর। সেটাও ছিল এক উৎসবের মুহূর্ত। আর সেই ইতিহাস শেষ হল আরও এক উৎসবের মুহূর্ত শুরুর সময়৷ আপাতত রোজনামচা আর যাত্রী বহনের সব রেকর্ড ছেড়ে ইতিহাসের পাতায় কলকাতার নন এসি মেট্রো রেক (Kolkata Metro Non AC Reck)।
কখনও আকাশি-নীল, কখনও হলুদ-লাল, কখনও আবার সাদা-কালো রঙের মেট্রোরেল (Kolkata Metro Railways)। যা ছিলে দেশের মধ্যে প্রথম ভূগর্ভস্থ মেট্রো। প্রথম দফায় চেন্নাই থেকে কলকাতায় এসেছিল ৯টি নন এসি রেক। নব্বইয়ের মাঝামাঝি এসে পৌঁছয় আরও ৯টি নন এসি রেক। সেই চেন্নাই থেকেই। তারাই ২০১২ সাল অবধি প্রতিদিন কয়েক লক্ষ যাত্রী বহন করত দমদম থেকে কবি সুভাষ অবধি৷ অবশ্য ২০১২ সালে যাত্রী চাহিদা মেনেই ধীরে ধীরে কলকাতার লাইফ লাইনে প্রবেশ ঘটে এসি মেট্রো রেকের। আর তাদের পরিষেবায় ধীরে ধীরে নোয়াপাড়া কারশেডের সাইড লাইনে চলে যায় নন এসি মেট্রো রেক।
advertisement
advertisement
নিয়মানুযায়ী একটি মেট্রো রেকের  কোডাল লাইফ হয় ২৫ বছর। তবে ঘন ঘন মেট্রো চালাতে গিয়ে ২৫ বছর অনেকটা লম্বা ইনিংস হয়ে যায়। ফলে ২০০৯ থেকে ২০১২ সবটাই ছিল অবসর নেওয়ার সঠিক সময়। কিন্তু যাত্রী সংখ্যার চাপে পড়ে মাঝে মধ্যেই সুড়ঙ্গ জুড়ে দাপিয়ে বেড়িয়েছে নন এসি মেট্রো রেক। এখন অবশ্য সবটাই অতীত। আগামী মাসে ফেয়ারওয়েল দেওয়া হবে নন এসি মেট্রো রেককে৷ তবে চাকরি থেকে অবসর নিলেও, ছুটি মিলছে না নন এসি মেট্রো রেকের। কারণ মাঝে মধ্যেই এমারজেন্সি ডিউটিতে বেরোতে হবে কলকাতার প্রথম মেট্রোকে। রাতের বেলা লাইন পরীক্ষা, স্টাফ স্পেশাল, সিগন্যাল চেকিং, নয়া লাইনে দৌড়ানো প্রথম বার সবটাই সারবে সেই নন এসি মেট্রো রেক। তবে বয়সের ভারে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। নড়ন চড়ন করার ক্ষমতা আর নেই তাদের। আর তাদেরকেই অযোগ্য বলে ঘোষণা করা হবে খাতায় কলমে। তারপর সেগুলি কেটে ফেলা হবে৷ শখ করে কেউ কেউ অবশ্য কামরা রেখেও দিতে পারেন।
advertisement
আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রোর ২২টি এসি রেক দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অবধি দৌড়বে। ধাপে ধাপে বাড়ানো হবে এসি রেকের সংখ্যাও। কলকাতায় প্রথম মেট্রো চালু হলেও, যে সব শহরে মেট্রো পরে চালু হয় তারা এসি রেক চালাত। একমাত্র কলকাতায় চলত নন এসি মেট্রো। মেয়াদ ফুরানো রেকের যন্ত্রাংশ বদলেও চালানোর নজির ছিল। আপাতত মেট্রো আর নন এসি মেট্রো যে চালাবে না তা জানিয়ে দিয়েছেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার। প্রথম যে রেক কলকাতায় চলেছিল তার কামরা অবশ্য হাওড়া রেল মিউজিয়ামে এখন রাখা আছে। বাকি নন এসি রেক রাখা আছে নোয়াপাড়া কারশেডে। আপাতত সেখানেই থাকবে কলকাতার পাতাল রেলের ইতিহাস।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro Rail: আর চলবে না মেট্রোর নন এসি রেক! পরিষেবা থেকে বিদায় নিলেও, এখনই মিলবে না ছুটি
Next Article
advertisement
Mamata In Bankura: আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষের সভায়?
আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষে?
  • বিধানসভা ভোটের লক্ষ্যে ইতিমধ্যেই প্রচার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ১'লা জানুয়ারি থেকে চলবে সেই প্রচার কর্মসূচী। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জায়গা বাছাই করা হয়েছে, সেখানে প্রচার চালালে একাধিক দিকের মানুষের কাছে সহজেই বার্তা চলে যাবে। তাই বাঁকুড়ার এই স্থানই বেছে নিয়েছে তৃণমূল

VIEW MORE
advertisement
advertisement