East Bardhaman News: বিশ্বমঞ্চে পূর্ব বর্ধমানের সাফল্য, গাজিয়াবাদে যোগা বিশ্বকাপে পদক জয় জেলার পড়ুয়াদের

Last Updated:
East Bardhaman News: গাজিয়াবাদে অনুষ্ঠিত ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে আয়োজিত চতুর্থ ওয়ার্ল্ড কাপ যোগা কম্পিটিশন ২০২৫ এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার পারুলিয়ার ছাত্রছাত্রীরা।
1/5
গাজিয়াবাদে অনুষ্ঠিত ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে আয়োজিত চতুর্থ ওয়ার্ল্ড কাপ যোগা কম্পিটিশন ২০২৫ এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার পারুলিয়ার ছাত্রছাত্রীরা। আন্তর্জাতিক স্তরের এই যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর, গাজিয়াবাদের পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় অডিটোরিয়ামে। বিশ্বের মোট ১২টি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যা প্রতিযোগিতাটিকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
গাজিয়াবাদে অনুষ্ঠিত ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে আয়োজিত চতুর্থ ওয়ার্ল্ড কাপ যোগা কম্পিটিশন ২০২৫ এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার পারুলিয়ার ছাত্রছাত্রীরা। আন্তর্জাতিক স্তরের এই যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর, গাজিয়াবাদের পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় অডিটোরিয়ামে। বিশ্বের মোট ১২টি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যা প্রতিযোগিতাটিকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
2/5
এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থালী থেকে ফিটনেস যোগা সেন্টার, পারুলিয়া-র যোগা দলটি ২৫ ডিসেম্বর যাত্রা শুরু করে এবং ২৬ ডিসেম্বর গাজিয়াবাদে পৌঁছয়। দীর্ঘ যাত্রার ক্লান্তি সত্ত্বেও ছাত্রছাত্রীরা প্রতিযোগিতার মঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের যোগা দক্ষতা তুলে ধরে।
এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থালী থেকে ফিটনেস যোগা সেন্টার, পারুলিয়া-র যোগা দলটি ২৫ ডিসেম্বর যাত্রা শুরু করে এবং ২৬ ডিসেম্বর গাজিয়াবাদে পৌঁছয়। দীর্ঘ যাত্রার ক্লান্তি সত্ত্বেও ছাত্রছাত্রীরা প্রতিযোগিতার মঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের যোগা দক্ষতা তুলে ধরে।
advertisement
3/5
ফিটনেস যোগা সেন্টার, পারুলিয়া-র পক্ষ থেকে ট্র্যাডিশনাল যোগা বিভাগে মোট তিনজন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সকলেই পদক জিতে এলাকার মুখ উজ্জ্বল করে। ৯–১০ বছর বালক বিভাগে অংশগ্রহণ করে সত্যম দাস তৃতীয় স্থান অধিকার করে। সে পারুলিয়া শিশু ভারতী অ্যাকাডেমির চতুর্থ শ্রেণীর ছাত্র।
ফিটনেস যোগা সেন্টার, পারুলিয়া-র পক্ষ থেকে ট্র্যাডিশনাল যোগা বিভাগে মোট তিনজন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সকলেই পদক জিতে এলাকার মুখ উজ্জ্বল করে। ৯–১০ বছর বালক বিভাগে অংশগ্রহণ করে সত্যম দাস তৃতীয় স্থান অধিকার করে। সে পারুলিয়া শিশু ভারতী অ্যাকাডেমির চতুর্থ শ্রেণীর ছাত্র।
advertisement
4/5
৯–১০ বছর বালিকা বিভাগে অংশগ্রহণ করে পিয়ালি দাস দ্বিতীয় স্থান অর্জন করে। সে ধিতপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। পাশাপাশি ১৩–১৫ বছর বালক বিভাগে অংশগ্রহণ করে স্নেহাশীষ সরকার দ্বিতীয় স্থান অধিকার করে। সে পারুলিয়া কুলোকামিনী বিদ্যালয়ের ছাত্র। তিনজনের এই সাফল্যে খুশির হাওয়া বইছে গোটা এলাকাজুড়ে।
৯–১০ বছর বালিকা বিভাগে অংশগ্রহণ করে পিয়ালি দাস দ্বিতীয় স্থান অর্জন করে। সে ধিতপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। পাশাপাশি ১৩–১৫ বছর বালক বিভাগে অংশগ্রহণ করে স্নেহাশীষ সরকার দ্বিতীয় স্থান অধিকার করে। সে পারুলিয়া কুলোকামিনী বিদ্যালয়ের ছাত্র। তিনজনের এই সাফল্যে খুশির হাওয়া বইছে গোটা এলাকাজুড়ে।
advertisement
5/5
এই আন্তর্জাতিক সাফল্যের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ফিটনেস যোগা সেন্টার, পারুলিয়া-র কোচ পিয়ালি সেন। তাঁর সঠিক দিকনির্দেশনা, নিয়মিত অনুশীলন ও নিরলস প্রশিক্ষণের ফলেই ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক মঞ্চে এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে। এই সাফল্য আগামী দিনে আরও বহু ছাত্রছাত্রীকে যোগা চর্চার প্রতি আগ্রহী করবে বলেই মত অভিভাবক ও স্থানীয়দের। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
এই আন্তর্জাতিক সাফল্যের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ফিটনেস যোগা সেন্টার, পারুলিয়া-র কোচ পিয়ালি সেন। তাঁর সঠিক দিকনির্দেশনা, নিয়মিত অনুশীলন ও নিরলস প্রশিক্ষণের ফলেই ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক মঞ্চে এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে। এই সাফল্য আগামী দিনে আরও বহু ছাত্রছাত্রীকে যোগা চর্চার প্রতি আগ্রহী করবে বলেই মত অভিভাবক ও স্থানীয়দের। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
advertisement
advertisement