অর্থ দফতরের অনুমোদন না নিয়েই কৃষি বিপণন দফতরের অধীনে থাকা বোর্ডে নিয়োগ, সতর্ক করল নবান্ন
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
অর্থ দফতরের অনুমোদন না নিয়েই নিয়োগের ঘটনা ঘটেছিল কৃষি বিপণন দফতরের অধীনে থাকা ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডে। এই নিয়ে রিপোর্ট তলব করা হয় নবান্নের পক্ষ থেকে।
কলকাতা: অর্থ দফতরের অনুমোদন না নিয়েই নিয়োগের ঘটনা ঘটেছিল কৃষি বিপণন দফতরের অধীনে থাকা ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডে। এই নিয়ে রিপোর্ট তলব করা হয় নবান্নের পক্ষ থেকে।
advertisement
কৃষি বিপণন দফতরের চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হয়েছিল। সেই নিয়োগ কাণ্ডে রিপোর্ট জমা পড়ল নবান্নে। কৃষি বিপণন দফতরের তরফে মুখ্যসচিবকে জমা দেওয়া রিপোর্টে জানানো হয়েছে, অর্থ দফতরের অনুমোদন না নিয়েই নিয়োগ করা হয়েছিল। ওই নিয়োগ বাতিল করা হযেছে ইতিমধ্যেই।
advertisement
ওই নিয়োগের জন্য অর্থ দফতর তো বটেই, কৃষি বিপণন দপ্তরেরও অনুমোদন নেওয়া হয়নি। তবে এই ধরনের নিয়োগ যাতে ভবিষ্যতে না হয় সেই নিয়ে সতর্ক থাকা হবে বলে জানানো হয়েছে। ওই রিপোর্টে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ভবিষ্যতে অর্থ দফতরের অনুমোদন ছাড়া নিয়োগ করা হবে না। সেই সঙ্গে ভবিষ্যতে এই ধরনের নিয়োগ হলে কৃষি উন্নয়ন দফতরেরও অনুমোদন নেওয়া হবে।
advertisement
উক্ত দফতরের অনুমোদন নেওয়ার পর অর্থ দফতরের কাছে ফাইল পাঠানো হবে, অর্থাৎ যে ভাবে রাজ্যের সব নিয়োগ প্রক্রিয়া হয় সেইভাবেই নিয়োগ করা হবে ভবিষ্যে। ওই নিয়োগের জন্য কৃষি বিপণন দফতরকে সতর্ক করেছে নবান্ন। ‘ভবিষ্যতে এই ধরনের বিষয় নিয়ে সতর্ক থাকতে হবে‘, নবান্নের সতর্কবার্তা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 30, 2025 6:33 PM IST










