Kolkata Metro Railways: মঙ্গলবারের পরে বুধেও ভোগান্তি! কারণ না জানিয়েই বন্ধ করা হল হাওড়া-সল্টলেক পরিষেবা, তারপর...
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
মঙ্গলবার সকাল থেকেই বিপর্যস্ত ছিল কলকাতা মেট্রোর দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম পরিষেবা। বিকেলের পর থেকে স্বাভাবিক হলেও ফের শুরু হয় ভোগান্তি।
কলকাতা: বৃষ্টি দুর্যোগের জেরে দুর্ভোগ পৌঁছেছিল মেট্রো পর্যন্ত৷ মঙ্গলবারের পরে বুধবারও বজায় থাকল মেট্রোর সেই দুর্ভোগ৷ এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ ফের বন্ধ হয়ে যায় গ্রিন লাইন মেট্রো পরিষেবা। হাওড়া থেকে সল্টলেক যাওয়া বন্ধ করে দেয় মেট্রো। কী কারণে সমস্যা তা অবশ্য জানানো হয়নি যাত্রীদের।
advertisement
মঙ্গলবার সকাল থেকেই বিপর্যস্ত ছিল কলকাতা মেট্রোর দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম পরিষেবা। বিকেলের পর থেকে স্বাভাবিক হলেও ফের শুরু হয় ভোগান্তি।
advertisement
advertisement
সকালের পর রাতেও ব্যাহত হয় মেট্রো পরিষেবা। রাতেও মেট্রো পরিষেবা ব্যাহত।মেট্রোয় এবার সিগন্যালিং এর সমস্যা। শহীদ ক্ষুদিরাম – দক্ষিণেশ্বর মুখী মেট্রো একের পর এক স্টেশনে দাঁড়িয়ে ছিল মেট্রো। ১৫ মিনিটের বেশি সময়সীমা ধরে মেট্রো পরিষেবা ব্যাহত। কিছু সময় পরে তা স্বাভাবিক হয়।
advertisement
এদিন গ্রিন লাইনে পরিষেবা বন্ধ হওয়ার কিছুক্ষণ পেই অবশ্য তা চালু করে দেওয়া হয়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
September 24, 2025 1:14 PM IST