Sealdah Station Incident: শিয়ালদহ স্টেশনে ভেঙে পড়ল চাঙড়! ভয়াবহ ঘটনা...মাথার উপর থেকে সোজা মহিলা যাত্রীর মাথায়
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
জানা গিয়েছে, চাঙড় ভেঙে পড়ে কাকদ্বীপের এক মহিলার মাথায় লাগে। সাথে সাথেই ছুটে আসে রেল নিরাপত্তারক্ষীরা। ঘটনার সময় জনবহুল ছিল স্টেশন৷
কলকাতা: হাওড়া-শিয়ালদহ৷ কলকাতার খেটে খাওয়া মানুষের মূল লাইফলাইন৷ প্রবল দুর্যোগের মুখে মঙ্গল থেকে বুধ বারবার ব্যাহত হচ্ছে পরিষেবা৷ তা-ও বৃষ্টি মাথায় নিয়ে রুজির ঠেলায় কলকাতায় আসছেন বনগাঁ থেকে কাকদ্বীপ সব এলাকার মানুষ৷ সেই শিয়ালদহ স্টেশনেই এবার ব্যস্ত সময়ে ঘটল দুর্ঘটনা৷ কিন্তু বরাত জোরে এড়ানো গেল বড় দুর্ঘটনা৷
এদিন বেলা ১২টা নাগাদ শিয়ালদহ স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মের কাছে হঠাৎ করেই সিলিং থেকে ভেঙে পড়ে চাঙড়৷ সেই সময় আর পাঁচদিনের মতোই ব্যস্ত ভিড়ে ঠাসা ছিল গোটা চত্বর৷ মানুষের যাতায়াতও ছিল নিয়মিত৷
advertisement
advertisement
সেই সময়েই হঠাৎ করে সিলিং থেকে খানিক চাঙড় খসে পড়ে৷ তবে তা কম জায়গা জুড়ে হওয়ায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি৷ জানা গিয়েছে, চাঙড় ভেঙে পড়ে কাকদ্বীপের এক মহিলার মাথায় লাগে। সাথে সাথেই ছুটে যান রেল নিরাপত্তারক্ষীরা। তাঁর শুশ্রূষা করা হয়৷
advertisement
ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় সিমেন্ট, বালির গুঁড়ো৷ আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা৷ জানা গিয়েছে, যে যাত্রীর মাথায় আঘাত লেগেছে তিনি কাকদ্বীপের বাসিন্দা। ট্রেন ধরার জন্যে সাউথ সেকশনের দিকে যাচ্ছিলেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
September 24, 2025 12:23 PM IST
