Donald Trump: মান-সম্মান আর রইল না! ট্রাম্প-মেলানিয়া গিয়ে দাঁড়াতেই স্তব্ধ এসক্যালেটর...কে করেছে? কে করেছে? খুঁজতেই যা বেরল..
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
পরে Fox News- এর সঙ্গে কথা বলার সময় লিয়েভিট বলেন, ‘‘যদি আমরা দেখি এটা রাষ্ট্রপুঞ্জ বা অন্য কোনও কর্মী ইচ্ছাকৃত ভাবে করেছে, তাহলে এর ফল ভুগতে হবে৷ আমি ব্যক্তিগত ভাবে বিষয়টা দেখব৷’’
নিউ ইয়র্ক: দ্রুত গতিতে হেঁটে এসে সবে মাত্র চলন্ত সিঁড়িতে পা রেখেছেন৷ ওমনি বন্ধ হয়ে গেল এসক্যালেটর৷ অস্বস্তিকর পরিস্থিতি৷ দাঁড়িয়ে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প৷ এমন ঘটনায় কার্যত ক্ষোভে ফেটে পড়েছে মার্কিন প্রশাসন (বা বলা ভাল, মার্কিন প্রেসিডেন্ট নিজেই)৷ পরিস্থিতি এমনই যে, সোশ্যাল মিডিয়া পোস্ট করে বলা হয়েছে, যদি দেখা যায়, ট্রাম্প দম্পতি যাওয়ার সময় ইচ্ছে করে কেউ এসক্যালেটর বন্ধ করে দিয়েছে, তাহলে তাঁকে তখনই কাজ থেকে বরখাস্ত করা হবে৷
ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ ভিডিয়োয় দেখা যাচ্ছে, ডনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্প এসক্যালেটরের দিকে এগোচ্ছেন৷ ওঁরা সেখানে পৌঁছনো মাত্রই সিঁড়িটা বন্ধ হয়ে গেল৷ কিছুক্ষণ পরেও সেটা চালু না হওয়ায় তখন তাঁরা সিঁড়ি দিয়েই ধাপে ধাপে উঠতে থাকেন৷
advertisement
advertisement
যেহেতু, বিষয়টি মিডিয়ায় বহুল প্রচার পেয়েছে৷ সেই কারণে, হোয়াইট হাউস প্রেস সচিব ক্যারোলিন লিয়েভিট এই ঘটনায় তদন্তের দাবি করেছেন৷ বলেছেন, যদি এই ঘটনা ইচ্ছাকৃত হয়, তাহলে এর পিছনে যাঁরা আছে, তাঁদের ভুগতে হবে৷
“मैंने 7 युद्ध समाप्त किए और मुझे एक टूटा हुआ एस्केलेटर मिला !”
-खराब हुए एस्केलेटर पर भड़के ट्रंप। जब संबोधित कर रहे थे तो टेलीप्रॉम्प्टर भी ख़राब हुआ था। कोई तो है जो ट्रंप के मजे ले रहा है।#Trump #UNGA80 https://t.co/ywOvUYNO3I pic.twitter.com/CQ2rCVz6jw
— Mukesh Mathur (@mukesh1275) September 23, 2025
advertisement
পরে Fox News- এর সঙ্গে কথা বলার সময় লিয়েভিট বলেন, ‘‘যদি আমরা দেখি এটা রাষ্ট্রপুঞ্জ বা অন্য কোনও কর্মী ইচ্ছাকৃত ভাবে করেছে, তাহলে এর ফল ভুগতে হবে৷ আমি ব্যক্তিগত ভাবে বিষয়টা দেখব৷’’
advertisement
অন্যদিকে, ঘটনার প্রেক্ষিতে রাষ্ট্রপুঞ্জের প্রতিক্রিয়া, এসক্যালেটর কাজ না করার পিছনে যা ‘রহস্য’ ছিল তার সমাধান করা হয়েছে৷
রাষ্ট্রপুঞ্জের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, ট্রাম্পের ভিডিওগ্রাফার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সাথে তার আগমনের ছবি তোলার জন্য এসক্যালেটর দিয়ে আগে উঠে গিয়েছিলেন৷ তিনি হয়ত, অসাবধানতাবশত চলন্ত সিঁড়ির নিরাপত্তা ফাংশনটি চালু করে দেন৷ যখন এসক্যালেটরে কোনও জিনিস বা মানুষ আটকে যায়, তখন এই ব্যবস্থা কাজে লাগে এবং এসক্যালেটর বন্ধ হয়ে যায়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
September 24, 2025 11:54 AM IST