H1B Visa Application: ১,০০,০০০ মার্কিন ডলার ফি করেই শান্তি হয়নি...এবার H1B ভিসা দেওয়ার নিয়মেও আসছে বদল, হচ্ছে আরও কড়া
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এই নতুন প্রস্তাবে তুলনায় বেশি ভাল এবং ভাল রোজগার সম্পন্ন বিদেশিদের ভিসা দেওয়ার ব্যাপারে প্রথম দিকে রাখবে ট্রাম্প প্রশাসন৷ তাঁরাই তাড়াতাড়ি পাবেন ভিসা৷ অন্যদিকে, অবশ্য সংস্থাগুলি সব স্তরের কর্মীদেরই নিয়োগ করতে পারবে৷
ওয়াশিংটন: শুধুমাত্র ভিসার ফি বাড়িয়ে ক্ষান্ত হয়নি৷ এবার H1B ভিসা দেওয়ার নিয়মেও বড় বদল আনতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন৷ জানা যাচ্ছে, বর্তমানে যেভাবে লটারি সিস্টেমের মাধ্যমে ভিসা দেওয়ার নীতি প্রচলিত ছিল৷ এবার থেকে তা বাতিল করতে চলেছে আমেরিকা৷
দু’দিন আগেই বিদেশ থেকে আসা শিক্ষিত, উচ্চ পর্যায়ের কর্মক্ষম ব্যক্তিদে জন্য প্রচলিত H1B ভিসার ফি বার্ষিক ১২০০ ডলার থেকে বাড়িয়ে ১,০০,০০০ ডলার করেছে ট্রাম্প প্রশাসন৷ যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ লক্ষ টাকা৷ তারপরেই এবার নিয়মেও বদল আনার প্রস্তাব৷
এই নতুন প্রস্তাবে তুলনায় বেশি ভাল এবং ভাল রোজগার সম্পন্ন বিদেশিদের ভিসা দেওয়ার ব্যাপারে প্রথম দিকে রাখবে ট্রাম্প প্রশাসন৷ তাঁরাই তাড়াতাড়ি পাবেন ভিসা৷ অন্যদিকে, অবশ্য সংস্থাগুলি সব স্তরের কর্মীদেরই নিয়োগ করতে পারবে৷
advertisement
advertisement
সংবাদসংস্থা রয়টার্স সূত্রের খবর, আমেরিকা প্রতিবছর সর্বোচ্চ ৮৫০০০ জনকে H1B ভিসা দিয়ে থাকে৷ এবার আবেদনকারীর সংখ্যা যদি এই ৮৫০০০ ছাড়িয়ে যায়, তাহলে যে সমস্ত সংস্থা বেশি বেতন দেয়, তাঁদের কর্মীদের ক্ষেত্রে আগে অনুমোদিত হবে H1B ভিসার আবেদন৷
advertisement
আরও পড়ুন: সোমবার থেকে টানা বিদ্যুৎহীন এলাকা, খাবার জলটুকুও নেই, দিশেহারা দক্ষিণ কলকাতার কর্নফিল রোডের বাসিন্দারা
আমেরিকা প্রশাসনের আধিকারিকেরা জানাচ্ছেন, এই নিয়মে উদ্দেশ্য হল কম বেতনের কাজের ক্ষেত্রে যেভাবে বিদেশিদের এনে মার্কিন ব্যক্তিদের কর্মহানি বা কম বেতন ধার্য করা হয়, তা বন্ধ করা৷ ট্রাম্পের এই সিদ্ধান্ত উদ্দেশ্য আরও কড়া অভিবাসন নীতি তৈরি করা এবং মার্কিন নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানো৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
September 24, 2025 9:34 AM IST