Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
উত্তর, দক্ষিণ এবং মধ্য কলকাতার বহু এলাকাই এখনও জলমগ্ন হয়ে রয়েছে৷ রাত পর্যন্ত জল জমে ছিল কাঁকুড়গাছি থেকে মানিকতলাগামী রাস্তায়৷
দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷
যে রাস্তাগুলি থেকে জল নেমে গিয়েছে বলে পুরসভা দাবি করছে, সেগুলি হল-
স্ট্র্যান্ড রোড
advertisement
বাবোর্ন রোড
নেতাজি সুভাষ রোড
বি বি গাঙ্গুলী স্ট্রীট
ওল্ড কোর্ট হাউস স্ট্রীট
রবীন্দ্র সরণী
সেন্ট্রাল এভিনিউ ( এমজি রোড ক্রসিং থেকে গিরিশ পার্ক)
বিবেকানন্দ রোড।
এপিসি রোড।
জে এম অ্যাভিনিউ।
তবে এই রাস্তাগুলি থেকে জল নেমে গিয়েছে বলে পুরসভা দাবি করলেও উত্তর, দক্ষিণ এবং মধ্য কলকাতার বহু এলাকাই এখনও জলমগ্ন হয়ে রয়েছে৷ রাত পর্যন্ত জল জমে ছিল কাঁকুড়গাছি থেকে মানিকতলাগামী রাস্তায়৷ জমা জলের পরিমাণ কমলেও দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক এলাকা থেকেও জল নামেনি৷ সেখানে রাত পর্যন্ত কোথাও হাঁটু পর্যন্ত, কোথাও গোড়ালি জল ছিল৷
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য মঙ্গলবারও সতর্ক করে জানিয়েছেন, রাতে গঙ্গায় জোয়ার এলে ফের শহরের কিছু এলাকা প্লাবিত হতে পারে৷ তাই প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 23, 2025 11:39 PM IST