Kolkata Metro Railways: দুর্গা পিতুরী লেন, স্যাকরা পাড়া লেন...সেই ভয়াবহ স্মৃতি! সব বিপত্তি কাটিয়ে বউবাজার দিয়ে অবশেষে ছুটবে মেট্রো

Last Updated:

সেই সময় মেট্রোর কাজের জেরে বউবাজার জুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলেও কাজ থামায়নি মেট্রো ৷ সমাধান খুঁজে বার করতে বউবাজারেই দূর্গা পিতুরী লেনে তৈরি করা হয় বিশালাকার চৌবাচ্চা বা শ্যাফট। যেখান দিয়েই শুরু হয় বউবাজারে কাজ শেষ করার চ্যালেঞ্জ ৷ সেই কাজ করতে গিয়েও বারবার বাধা এসেছে ৷ কখনও সুড়ঙ্গর মধ্যে জল ঢুকে গিয়েছে৷ কখনও আবার মাটির উপরে নানা বাড়িতে নতুন করে ফাটল ধরেছে।

News18
News18
কলকাতা: ২০১৯ সাল! দুর্গা পিতুরী লেন, স্যাকরা পাড়া লেন৷ জুলাইয়ের শেষে এক ভোর, আতঙ্ক তৈরি করে দিয়েছিল বউবাজারকে ঘিরে৷ একের পর এক বাড়ি ভেঙে পড়ছে। ধসে যাচ্ছে বাড়ির একাংশ। ফাটল চওড়া হচ্ছে নানা বাড়ির ৷ এই ছবি ধরা পড়েছিল বউবাজার জুড়ে৷ কারণ, বউবাজারে মাটির নীচে চলছিল মেট্রোর সুড়ঙ্গ নির্মাণের কাজ ৷ আর তার জেরেই ভয়াবহ অবস্থা তৈরি হয় মধ্য কলকাতার এই অংশের। অবশেষে সেই বউবাজারের নীচ দিয়েই আগামী সপ্তাহ থেকে ছুটবে মেট্রো৷
সেই সময় মেট্রোর কাজের জেরে বউবাজার জুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলেও কাজ থামায়নি মেট্রো ৷ সমাধান খুঁজে বার করতে বউবাজারেই দূর্গা পিতুরী লেনে তৈরি করা হয় বিশালাকার চৌবাচ্চা বা শ্যাফট। যেখান দিয়েই শুরু হয় বউবাজারে কাজ শেষ করার চ্যালেঞ্জ ৷ সেই কাজ করতে গিয়েও বারবার বাধা এসেছে ৷ কখনও সুড়ঙ্গর মধ্যে জল ঢুকে গিয়েছে৷ কখনও আবার মাটির উপরে নানা বাড়িতে নতুন করে ফাটল ধরেছে।
advertisement
advertisement
অবশেষে সব জটিলতা কাটিয়ে শেষ হল বউবাজারে মাটির নীচে ইঞ্জিনিয়ারিংয়ের সব কাজ ৷ট্রামলাইন ধরে বি বি গাঙ্গুলি স্ট্রিট বরাবর লালবাজার মুখী রাস্তায় গেলেই চোখে পড়বে বাঁ-দিকে মেট্রোর সেই শ্যাফট এরিয়া। দূর্গা পিতুরী লেন আর স্যাকরা পাড়া লেনের এই অংশ দিয়ে একের পর এক মেশিন বার করে নিয়ে আসা হচ্ছে। ৬ মিটার লম্বা আর ৯ মিটার চওড়া যে বিশালাকার শ্যাফট বানানো হয়েছিল তা বোজানোর কাজ শেষ। পাশেই হয়েছে এমারজেন্সি এক্সিট। এখানেই একের পর এক বাড়ি ভেঙে পড়েছিল। আগামী দিনে এখানেই একের পর এক বাড়ি তৈরি করবে KMRCL, তার জন্য হয়েছে সয়েল টেস্টের কাজ।
advertisement
বউবাজার অংশের সুড়ঙ্গকে আরও শক্তিশালী করতে ৬০ মিটার অংশে স্টিল রিং কভার দেওয়া হয়েছে। লাইন দিয়ে আপাতত রোজ পরীক্ষামূলক ভাবে ছুটছে মেট্রো। এই অংশে যে লাইন পাতা হয়েছে, সেখানে ভ্যানগার্ড প্যান্ড্রোল সিস্টেম বসানো হয়েছে। এর ফলে আগামী দিনে স্বাভাবিক গতিতে যখন মেট্রো চলবে তার ফলে যে কম্পন অনুভূত হবে, তা বাইরে আসবে না। মাটির উপরে সেই কম্পন বোঝা যাবে না।তবে বউবাজার অংশে ২৬০ মিটার এলাকা জুড়ে জিও ফিজিক্যাল স্টাডি করা হয়েছে। এর ফলে আগামীদিনে বাড়ি তৈরি করতে গেলে কী অবস্থা সেখানের বা পাশ্ববর্তী এলাকার ভূ-চরিত্র কোনও বদল এসেছে কিনা তা জানা গেছে। বিশেষজ্ঞ সংস্থা সেই মোতাবেক কাজ শুরু করে দিয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro Railways: দুর্গা পিতুরী লেন, স্যাকরা পাড়া লেন...সেই ভয়াবহ স্মৃতি! সব বিপত্তি কাটিয়ে বউবাজার দিয়ে অবশেষে ছুটবে মেট্রো
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement