Kolkata Metro Railways: দুর্গা পিতুরী লেন, স্যাকরা পাড়া লেন...সেই ভয়াবহ স্মৃতি! সব বিপত্তি কাটিয়ে বউবাজার দিয়ে অবশেষে ছুটবে মেট্রো
- Published by:Satabdi Adhikary
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
সেই সময় মেট্রোর কাজের জেরে বউবাজার জুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলেও কাজ থামায়নি মেট্রো ৷ সমাধান খুঁজে বার করতে বউবাজারেই দূর্গা পিতুরী লেনে তৈরি করা হয় বিশালাকার চৌবাচ্চা বা শ্যাফট। যেখান দিয়েই শুরু হয় বউবাজারে কাজ শেষ করার চ্যালেঞ্জ ৷ সেই কাজ করতে গিয়েও বারবার বাধা এসেছে ৷ কখনও সুড়ঙ্গর মধ্যে জল ঢুকে গিয়েছে৷ কখনও আবার মাটির উপরে নানা বাড়িতে নতুন করে ফাটল ধরেছে।
কলকাতা: ২০১৯ সাল! দুর্গা পিতুরী লেন, স্যাকরা পাড়া লেন৷ জুলাইয়ের শেষে এক ভোর, আতঙ্ক তৈরি করে দিয়েছিল বউবাজারকে ঘিরে৷ একের পর এক বাড়ি ভেঙে পড়ছে। ধসে যাচ্ছে বাড়ির একাংশ। ফাটল চওড়া হচ্ছে নানা বাড়ির ৷ এই ছবি ধরা পড়েছিল বউবাজার জুড়ে৷ কারণ, বউবাজারে মাটির নীচে চলছিল মেট্রোর সুড়ঙ্গ নির্মাণের কাজ ৷ আর তার জেরেই ভয়াবহ অবস্থা তৈরি হয় মধ্য কলকাতার এই অংশের। অবশেষে সেই বউবাজারের নীচ দিয়েই আগামী সপ্তাহ থেকে ছুটবে মেট্রো৷
সেই সময় মেট্রোর কাজের জেরে বউবাজার জুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলেও কাজ থামায়নি মেট্রো ৷ সমাধান খুঁজে বার করতে বউবাজারেই দূর্গা পিতুরী লেনে তৈরি করা হয় বিশালাকার চৌবাচ্চা বা শ্যাফট। যেখান দিয়েই শুরু হয় বউবাজারে কাজ শেষ করার চ্যালেঞ্জ ৷ সেই কাজ করতে গিয়েও বারবার বাধা এসেছে ৷ কখনও সুড়ঙ্গর মধ্যে জল ঢুকে গিয়েছে৷ কখনও আবার মাটির উপরে নানা বাড়িতে নতুন করে ফাটল ধরেছে।
advertisement
advertisement
অবশেষে সব জটিলতা কাটিয়ে শেষ হল বউবাজারে মাটির নীচে ইঞ্জিনিয়ারিংয়ের সব কাজ ৷ট্রামলাইন ধরে বি বি গাঙ্গুলি স্ট্রিট বরাবর লালবাজার মুখী রাস্তায় গেলেই চোখে পড়বে বাঁ-দিকে মেট্রোর সেই শ্যাফট এরিয়া। দূর্গা পিতুরী লেন আর স্যাকরা পাড়া লেনের এই অংশ দিয়ে একের পর এক মেশিন বার করে নিয়ে আসা হচ্ছে। ৬ মিটার লম্বা আর ৯ মিটার চওড়া যে বিশালাকার শ্যাফট বানানো হয়েছিল তা বোজানোর কাজ শেষ। পাশেই হয়েছে এমারজেন্সি এক্সিট। এখানেই একের পর এক বাড়ি ভেঙে পড়েছিল। আগামী দিনে এখানেই একের পর এক বাড়ি তৈরি করবে KMRCL, তার জন্য হয়েছে সয়েল টেস্টের কাজ।
advertisement
বউবাজার অংশের সুড়ঙ্গকে আরও শক্তিশালী করতে ৬০ মিটার অংশে স্টিল রিং কভার দেওয়া হয়েছে। লাইন দিয়ে আপাতত রোজ পরীক্ষামূলক ভাবে ছুটছে মেট্রো। এই অংশে যে লাইন পাতা হয়েছে, সেখানে ভ্যানগার্ড প্যান্ড্রোল সিস্টেম বসানো হয়েছে। এর ফলে আগামী দিনে স্বাভাবিক গতিতে যখন মেট্রো চলবে তার ফলে যে কম্পন অনুভূত হবে, তা বাইরে আসবে না। মাটির উপরে সেই কম্পন বোঝা যাবে না।তবে বউবাজার অংশে ২৬০ মিটার এলাকা জুড়ে জিও ফিজিক্যাল স্টাডি করা হয়েছে। এর ফলে আগামীদিনে বাড়ি তৈরি করতে গেলে কী অবস্থা সেখানের বা পাশ্ববর্তী এলাকার ভূ-চরিত্র কোনও বদল এসেছে কিনা তা জানা গেছে। বিশেষজ্ঞ সংস্থা সেই মোতাবেক কাজ শুরু করে দিয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 15, 2025 12:36 PM IST