Narendra Modi on New Gen GST: আমূল বদলে যাবে GST-র নিয়ম...সস্তা হবে জিনিসপত্র! অক্টোবরেই আসছে ‘ডাবল দিওয়ালি’, ঘোষণা মোদির

Last Updated:

২০২১ সালের সেপ্টেম্বরে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে এবং তার রাজ্য প্রতিপক্ষদের নিয়ে গঠিত জিএসটি কাউন্সিল জিএসটি হার যুক্তিসঙ্গত করার এবং স্ল্যাবগুলিতে পরিবর্তনের পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রীদের একটি দল (জিওএম) গঠন করে।

News18
News18
নয়াদিল্লি: স্বাধীনতা দিবসের দিন দুর্দান্ত খবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আর কয়েকমাসের মধ্যেই আসছে ‘ডাবল দিওয়ালি’৷ কারণ, দিওয়ালিতেই নয়া জেনারেশন জিএসটি আনতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ এই বছরের অক্টোবরেই পাওয়ার যাবে সুখবর৷
শুক্রবার লালকেল্লা থেকে ১৫ অগাস্টের ভাষণে মোদি জানান, জিএসটি এই সংস্কার সাধারণ মানুষের জীবনযাত্রার রোজের ব্যবহৃত জিনিসপত্রের দাম অনেকটাই কমবে এবং ছোট ব্যবসায়ীদের (MSME) সুবিধা হবে৷
মোদি বলেন, ‘‘গত ৮ বছর ধরে যে করের বোঝা চেপে রয়েছে, তাকে কমানোই আমাদের উদ্দেশ্য৷ আমরা কর ব্যবস্থা আরও সহজ করব৷ এই দিওয়ালিতে সরকার নেক্সট জেনারেশন GST সংস্কার আনবে৷’’ প্রধানমন্ত্রীর দাবি, এই সংস্কার ভারতীয় অর্থনীতিতে অত্যন্ত পজিটিভ প্রভাব পড়বে৷
advertisement
advertisement
২০২১ সালের সেপ্টেম্বরে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে এবং তার রাজ্য প্রতিপক্ষদের নিয়ে গঠিত জিএসটি কাউন্সিল জিএসটি হার যুক্তিসঙ্গত করার এবং স্ল্যাবগুলিতে পরিবর্তনের পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রীদের একটি দল (জিওএম) গঠন করে।
advertisement
জিএসটি হারের যৌক্তিকীকরণ বেশ কয়েক মাস ধরেই আলোচ্যসূচিতে রয়েছে, যার মধ্যে রয়েছে মধ্যম স্ল্যাবগুলির একত্রীকরণ, প্রয়োজনীয় জিনিসপত্রের হার হ্রাস এবং কর ব্যবস্থায় বৃহত্তর কাঠামোগত পরিবর্তন।
এদিনের বক্তৃতায় পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা দিতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে৷ মোদি বলেন, ‘‘ভারত ঠিক করেছে, রক্ত আর জল একসঙ্গে বইবে না। এখন আমার দেশবাসী স্পষ্ট বুঝতে পারছেন, সিন্ধু জল চুক্তি কতটা অবিচারপূর্ণ ও একতরফা। ভারতের ভেতর থেকে উৎসারিত নদীগুলোর জল আমাদের শত্রুদের ক্ষেত সেচ দিচ্ছে, আর আমার নিজের দেশের কৃষক ও জমি তৃষ্ণার্ত থেকে যাচ্ছে জলের অভাবে।’’
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi on New Gen GST: আমূল বদলে যাবে GST-র নিয়ম...সস্তা হবে জিনিসপত্র! অক্টোবরেই আসছে ‘ডাবল দিওয়ালি’, ঘোষণা মোদির
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৮ – ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৮ – ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী
  • সাপ্তাহিক রাশিফল ৮ – ১৪ সেপ্টেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement