যেমন দেখাবে তেমন দেখবে! লালকেল্লা থেকে 'জ*ঙ্গি এবং তাঁদের বন্ধুদের' কড়া বার্তা দিলেন মোদি
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণে 'অপারেশন সিঁদুর' নিয়ে দেশের সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নয়াদিল্লি: ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে দেশের সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেনাবাহিনীকে ‘সম্পূর্ণ ছাড়’ দিলে তাঁরা যে নিজেদের ক্ষমতা প্রদর্শন করার ক্ষমতা রাখেন ‘অপারেশন সিঁদুর’-ই তার প্রমাণ বলে জানান তিনি।
এই অপারেশনের সময়, স্থান, তারিখ সব কিছুই সেনাবাহিনীর কম্যান্ডাররা ঠিক করেছিলেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম। আমরা বলেছিলাম এই অপারেশনের সময়, তারিখ, স্থান সবকিছুই সেনাবাহিনী ঠিক করুক।”
লালকেল্লায় দাঁড়িয়ে এই দিন নরেন্দ্র মোদি বলেন, “আমি ভীষণ গর্ব অনুভব করছি। লালকেল্লার ঐতিহাসিক এই স্থানে দাঁড়িয়ে আমি অপারেশন সিঁদুরের অংশগ্রহণকারী প্রতিটি জওয়ানকে স্যালুট জানাই। আমাদের জওয়ানরা যেভাবে শত্রুদের শাস্তি দিয়েছে তা কল্পনার বাইরে। ২২ এপ্রিল জঙ্গিরা যেভাবে সীমান্তের ওপার থেকে এসে পহেলগাঁওতে এসে ধর্ম জিজ্ঞেস করে নিরীহ পর্যটকদের হত্যা করেছিল তাতে গোটা ভারত স্তম্ভিত হয়ে গিয়েছিল।”
advertisement
advertisement
#WATCH | PM Narendra Modi says, “….Entire India was outraged, and the entire world was shocked by such a massacre (Pahalgam)…Operation Sindoor is the expression of that outrage….Destruction in Pakistan is so massive that new revelations are being made every day and new… pic.twitter.com/UJyLAHyOOH
— ANI (@ANI) August 15, 2025
advertisement
তিনি আরও বলেন, “এই ঘটনার পরেই গোটা ভারতে ক্রোধের সঞ্চার হয়েছিল। অপারেশন সিঁদুর তাঁরই ফল। শত্রুদের মাটিতে কয়েক’শ কিলোমিটার ঢুকে সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে আমাদের সেনা।”
কিছুদিন আগে পরমাণু বোমা নিয়ে হুমকি দিয়েছিল পড়শি দেশ পাকিস্তান। এই প্রসঙ্গেও পাল্টা এক হাত নেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, “আমরা জঙ্গি এবং তাঁদের বন্ধুদের রেয়াত করব না। তাঁদের আমরা যোগ্য জবাব দেব।”
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 15, 2025 9:34 AM IST