Kolkata Metro: সঠিক সময়ে গন্তব্যে পৌঁছে দিচ্ছে নয়া ৩ লাইনের মেট্রো, অ্যাপ থেকে টিকিট কাটলে মিলছে বিশেষ ছাড় !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
নতুন উদ্বোধন হওয়া ১৩.৬১ কিলোমিটার (ইয়েলো লাইনের ৬.৭৭ কিলোমিটার, অরেঞ্জ লাইনের ৪.৩৯ কিলোমিটার এবং গ্রিন লাইনের ২.৪৫ কিলোমিটার) অংশে বাণিজ্যিক মেট্রো পরিষেবা শুরু হয়েছে। যাত্রীদের জন্যে আনন্দের বিষয়, অবশেষে শুরু হয়ে গেল এই পরিষেবা।
আবীর ঘোষাল, কলকাতা: মেট্রো রেলের ৩টি অংশে বাণিজ্যিক পরিষেবা শুরু। নতুন উদ্বোধন হওয়া ১৩.৬১ কিলোমিটার (ইয়েলো লাইনের ৬.৭৭ কিলোমিটার, অরেঞ্জ লাইনের ৪.৩৯ কিলোমিটার এবং গ্রিন লাইনের ২.৪৫ কিলোমিটার) অংশে বাণিজ্যিক মেট্রো পরিষেবা শুরু হয়েছে। যাত্রীদের জন্যে আনন্দের বিষয়, অবশেষে শুরু হয়ে গেল এই পরিষেবা। দ্রুত স্বল্প সময়ে যাত্রীরা সেক্টর ফাইভ হোক বা বিমানবন্দরে পৌঁছে যেতে পারবেন।
ইয়েলো লাইন:
ইয়েলো লাইনে, প্রথম বাণিজ্যিক রেক, MR-307 নোয়াপাড়া থেকে সকাল ৭:৫৯ মিনিটে ছেড়ে যাবে এবং সকাল ৮:১১ মিনিটে জয় হিন্দ বিমানবন্দরে পৌঁছবে। এই রুটে বিশেষ করে নোয়াপাড়ায় যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উত্তেজনা লক্ষ্য করা গিয়েছে।
advertisement
advertisement
অরেঞ্জ লাইন:
অরেঞ্জ লাইনের বেলেঘাটা থেকে কবি সুভাষ পর্যন্ত বাণিজ্যিক পরিষেবাও শুরু হয়েছে। এই পথে, প্রথম বাণিজ্যিক রেক, MR-415, সকাল ৮ টায় বেলেঘাটা থেকে ছাড়বে, ৮.২৩ মিনিটে কবি সুভাষে পৌঁছে যাচ্ছে । এখানেও যাত্রীদের মধ্যে প্রচুর উৎসাহ ও উত্তেজনা লক্ষ্য করা গিয়েছে।
গ্রিন লাইন:
হাওড়া এবং শিয়ালদহ ভারতীয় রেল নেটওয়ার্কের দুটি গুরুত্বপূর্ণ স্টেশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিয়ালদহ এবং এসপ্ল্যানেডের মধ্যে ২.৪৫ কিলোমিটার দীর্ঘ গ্রিন লাইনের উদ্বোধনের পর হুগলি নদীর তলদেশে এই দুটি স্টেশন মেট্রো নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে। সকাল থেকেই এই লাইনে প্রচুর ভিড় লক্ষ্য করা গিয়েছে কারণ যাত্রীরা এখন যানজটের ঝামেলা ছাড়াই মেট্রোতে হাওড়া থেকে সল্টলেকে যেতে পারবেন।
advertisement
ইতিহাস সৃষ্টির জন্য সকল মেট্রো কর্মীদের অভিনন্দন জানিয়ে, মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি আশা প্রকাশ করেছেন যে এই তিনটি করিডোর যাত্রীদের জন্য অত্যন্ত উপকারী হবে, বিশেষ করে শহরতলির যাত্রীদের জন্য এবং কলকাতা এবং এর আশপাশের এলাকায় যানজট কমাতে সাহায্য করবে।
advertisement
বুকিং কাউন্টারে ভিড় এড়াতে AAMAR KOLKATA METRO APP ডাউনলোড করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং ভাড়ায় ৫ শতাংশ ছাড় পেতে হবে। মেট্রো স্টেশনে পৌঁছনোর আগে অ্যাপের মাধ্যমে টিকিট কিনতে অনুরোধ করা হচ্ছে যা যাত্রীদের সময় এবং অর্থ উভয়ই সাশ্রয় করবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2025 9:22 AM IST