Kolkata Metro: স্ক্যানারে ধরা পড়ে ২টি ব্যাগ, খুলতেই চোখ কপালে পুলিশের! কলকাতা মেট্রোয় চাঞ্চল্য

Last Updated:

দুই অভিযুক্তকেই পুলিশ গ্রেফতার করেছে। (Kolkata Metro)

#কলকাতা: বুধবার কলকাতার এম জি রোড মেট্রো স্টেশনে চাঞ্চল্যকর ঘটনা (Kolkata Metro)। দুই ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকার হীরে ও সোনার গয়না। দুই ব্যাগ থেকে উদ্ধার হওয়া গয়নার বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা। দুটি ব্যাগই স্ক্যানারে ধরা পড়ে এবং ব্যাগের মালিকেরা সেই গয়নার পরিপ্রেক্ষিতে উপযুক্ত কাগজ দেখাতে পারেননি (Kolkata Metro)। দুই অভিযুক্তকেই পুলিশ গ্রেফতার করেছে।
মেট্রো রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার বেলা ১২টা ৫ মিনিটে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে এক ব্যক্তির ব্যাগ থেকে সোনা ও হীরের গয়না পাওয়া গিয়েছে। ১১১ গ্রাম সোনা ও ৭ ক্যারাট হীরের ওই গয়নার আনুমানিক মূল্য সাড়ে ছয় লক্ষ টাকা। ব্যাগের মালিক উপযুক্ত নথিপত্র দেখাতে পারেননি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লক্ষ টাকা। (Kolkata Metro)
advertisement
আরও পড়ুন: স্বাস্থ্যকর যৌন জীবনের জন্য এই কাজটি করেন? খুব জরুরি বলছেন বিশেষজ্ঞরা, জানুন!
এর ঘণ্টা দেড়েক পর ওই স্টেশনেই স্ক্যানারে ধরা পড়ে আরও একটি সন্দেহজনক ব্যাগ। ওই ব্যাগ পরীক্ষা করে দেখা যায়, তাতেও সোনা এবং হীরের গয়না রয়েছে। ওই গয়নার মূল্য সাড়ে ১৩ লক্ষ টাকা। সেই ব্যাগের মালিকও কোনও কাগজপত্র দেখাতে পারেননি। দুজনকেই আরপিএফ জোড়াসাঁকো থানার হাতে তুলে দেয়। একইদিনে জোড়া ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: স্কুলের মিড-ডে মিল রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ভয়ঙ্কর কাণ্ড পূর্ব বর্ধমানে!
কলকাতা মেট্রো স্টেশনে এভাবে সোনা-হীরের গয়না উদ্ধারের ঘটনা নতুন নয়। গত সেপ্টেম্বর মাসে প্রায় ১৫ লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার হয়। এমনকী, গত এপ্রিল মাসে সেখান থেকে প্রায় ২৫ লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার হয়। এর পর ২ সেপ্টেম্বরও দমদম স্টেশন থেকে বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধার হয়। তবে একইদিনে জোড়া গয়না উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: স্ক্যানারে ধরা পড়ে ২টি ব্যাগ, খুলতেই চোখ কপালে পুলিশের! কলকাতা মেট্রোয় চাঞ্চল্য
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement