হোম /খবর /দক্ষিণবঙ্গ /
স্কুলের মিড-ডে মিল রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ভয়ঙ্কর কাণ্ড পূর্ব বর্ধমানে

Gas Cylinder Blast: স্কুলের মিড-ডে মিল রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ভয়ঙ্কর কাণ্ড পূর্ব বর্ধমানে!

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পূর্ব বর্ধমান শহরের ৩৩ নম্বর ওয়ার্ডের হরিজন পল্লী প্রাথমিক বিদ্যালয়ে মিড- ডে মিলের রান্না চলাকালীন গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। (Gas Cylinder Blast)

  • Last Updated :
  • Share this:

#পূর্ব বর্ধমান: মিড ডে মিলের রান্নার মাঝেই আগুন ধরেছে, কখনও খড়ের চালায়, কখনও বা একচালা রান্নাঘরের দেওয়াল জুড়ে (Gas Cylinder Blast)। সব ক্ষেত্রেই অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় পুড়েছে স্কুল ঘরগুলি। ফের মিড ডে মিলের রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার লিক করে বিস্ফোরণ (Gas Cylinder Blast)। আতঙ্কে পড়ুয়ারা স্কুল ছেড়ে ছুটছে, অসহায় চোখে শিক্ষকেরা দেখছেন, স্কুল জুড়ে ক্রমশই আগুনটা ছড়িয়ে পড়ছে।

পূর্ব বর্ধমান শহরের ৩৩ নম্বর ওয়ার্ডের হরিজন পল্লী প্রাথমিক বিদ্যালয়ে মিড- ডে মিলের রান্না চলাকালীন গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। (Gas Cylinder Blast) এলাকাবাসীদের তৎপরতায় স্কুলের ছাত্র-ছাত্রীদের বের করে বাইরে আনা হয় । পাশাপাশি, এলাকার যুবকেরা বালি, জল এবং অগ্নি নির্বাপক গ‍্যাস দিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান।

আরও পড়ুন: ছাত্রীর ভ্যাকসিন নেওয়া হাতে মেরে রক্তপাতের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে!

কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পায় স্কুলের ছাত্র-ছাত্রী এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এরপর দমকলকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইজ্ঞিন আসে। কিন্তু, তার আগেই সম্পূর্ণ আগুন নিভে গিয়েছিল বলে জানান স্থানীয়রা।

আরও পড়ুন: সাপের গায়ে বড় বড় লোম, বিরল বিষধর উদ্ধার ঘিরে তুমুল শোরগোল! দেখুন ভিডিও

ঘটনায় কোন হতাহতের খবর নেই। ঘটনাস্থলে পৌঁছান ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পামেলা চ্যাটার্জী। তিনি জানান, গ্যাসের পাইপ লিক থাকার কারণে হয়তো এরকম ঘটনা ঘটেছে। তবে কোন বড়োসড়ো দুর্ঘটনা ঘটেনি। এলাকার যুবকরাই পরিস্থিতি সামলে দেয়। সদর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে কি ভাবে আগুন লেগেছে ।

Published by:Raima Chakraborty
First published:

Tags: Bangla News, Gas Cylinder