Kolkata Medical College Fire: কলকাতা মেডিক্যাল কলেজে আগুন! দাউদাউ জ্বলছে ইমারজেন্সির আশপাশ...! ঘটনাস্থলে দমকলের ৩ ইঞ্জিন
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Kolkata Medical College Fire: এম সি এইচ বিল্ডিং-এর দ্বিতীয় তলে আগুন ধরে যায়। আগুন নেভানোর চেষ্টা চালান হাসপাতাল কর্মীরা।
কলকাতা: রবিবার রাতের দিকে হঠাৎ অগ্নিকাণ্ড কলকাতা মেডিক্যাল কলেজে। এম সি এইচ বিল্ডিং-এর দ্বিতীয় তলে আগুন ধরে যায়। আগুন নেভানোর চেষ্টা চালান হাসপাতাল কর্মীরা। ঠিক পাশেই ইমারজেন্সি ওয়ার্ড! তাই দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। দাউদাউ আগুনের আঁচ নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।
রবিবার রাত ৯টা ১০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। হাসপাতালের কার্ডিয়োলজি বিভাগের শৌচাগারে হঠাৎ আগুনের শিখা দেখতে পান রোগীর পরিজনেরা। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলে হাসপাতাল সূত্রে খবর।
advertisement
আরও পড়ুন- বিয়ের ৪ বছরেও শারীরিক সম্পর্ক হয়নি! স্বামীর মোবাইলে ছবি দেখে মাথায় হাত স্ত্রীর!
দমকলে খবর দেওয়া হলেও আসতে দেরি হয়। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় হাসপাতাল এদিন। অনেক রোগী এবং কর্মীরা ঘটনাস্থলে ছিলেন। তাঁরা ঝলসে যেতে পারতেন আর একটু হলেই। এখনও আগুন নেভানোর কাজ চলছে। কী কারণে আগুন লাগল খতিয়ে দেখা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে পরে আরও একটি দমকলের ইঞ্জিন আনা হয়। সব মিলিয়ে ৩টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে।
advertisement
advertisement
আরও পড়ুন- নিউটাউনে মর্মান্তিক দুর্ঘটনা! ঘরের কাছেই পিষে দিয়ে গেল ঘাতক বাইক! রক্তে ভাসল পথ
একজন নিরাপত্তার রক্ষীর দাবি, ফিমেল ওয়ার্ডের বাথরুমের ভিতর আগুন লাগে। সেখানে কাপড় গজ এই জাতীয় জিনিস ছিল। তাঁরা অনেক কষ্টে সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 24, 2024 9:38 PM IST