Kolkata High Court: ‘জয়েনও করব না, বেতনও নেব না,’ পরিষ্কার জানিয়ে দিলেন অনিকেত! পোস্টিং বিতর্ক গড়াল আদালতে
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
আরজি কর হাসপাতালে স্নাতকোত্তর ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে শুরু হয়েছিল৷ আন্দোলনে শামিল হয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা৷ চিকিৎসকদের সেই আন্দোলনে প্রথমসারিতে ছিলেন এই তিনজন৷ দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়া এবং অনিকেত মাহাত৷
কলকাতা: ‘পোস্টিং’ বিতর্ক নিয়ে শুক্রবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়ারা৷ আদালত সেই আবেদনের শুনতেও রাজি হয়েছে৷ এদিন মামলার আবেদন জানিয়ে আদালত চত্বরে দাঁড়িয়ে দেবাশিসরা জানান, তাঁরা পোস্টিং মেনে ডিউটিতে জয়েন করবেন৷ এদিকে চলবে তাঁদের আইনি লড়াই৷ অন্যদিকে, অনিকেত মাহাত জানিয়েছেন, তিনি জয়েনও করবেন না, বেতনও নেবেন না৷
সিনিয়র রেসিডেন্টদের স্নাতকোত্তর পরীক্ষার পরে তিন বছরের ‘বন্ড’ থাকে। সেই বন্ড অনুযায়ী সরকারের তরফে তাঁদের নিয়োগ দেওয়া হয়। কোথায় কাকে নিয়োগ করা হবে, কাউন্সেলিংয়ের মাধ্যমে এবং মেধাতালিকার ভিত্তিতে তা ঠিক করা হয়। মেধাতালিকায় থাকা চিকিৎসকেরা পোস্টিংয়ের জন্য বেছে নিতে পারেন পছন্দের জায়গা। যাঁদের নাম তালিকার উপরের দিকে থাকে, তাঁরা আগে সুযোগ পান। কিন্তু অভিযোগ, দেবাশিসদের ক্ষেত্রে সেই প্রক্রিয়া মানা হয়নি। সেই কারণে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন দেবাশিস, আসফাকুল্লারা৷
advertisement
দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়ার আইনজীবী অর্ক মাইতির দাবি, কাউন্সিলিংয়ের নিয়ম না মেনে বদলি করা হয়েছে চিকিৎসকদের। আইনজীবী অর্ক আরও জানান যে, মামলাকারী চিকিৎসকেরা বন্ডে কাজ করেন এবং রাজ্য সরকারের কোনও প্রশাসনিক পদ বহন করেন না।
advertisement
advertisement
আরজি কর হাসপাতালে স্নাতকোত্তর ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে শুরু হয়েছিল৷ আন্দোলনে শামিল হয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা৷ চিকিৎসকদের সেই আন্দোলনে প্রথমসারিতে ছিলেন এই তিনজন৷ দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়া এবং অনিকেত মাহাত৷
advertisement
দেবাশিসদের অভিযোগ, কাউন্সেলিংয়ের নিয়ম না মেনেই তাঁদের দূরে পোস্টিং দেওয়া হয়েছে৷ দেবাশিস চেয়েছিলেন হাওড়ায় পোস্টিং, কিন্তু পেয়েছেন মালদার গাজোলে৷ বাকি দু’জনও পছন্দের পোস্টিং পাননি৷ পছন্দের ‘পোস্টিং’ না দেওয়া নিয়ে ‘অনৈতিক’ কাজের অভিযোগ তুলে ডব্লিউবিজেডিএফ-এর তরফে মঙ্গলবার স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখানো হয়। সকাল থেকে রাত পর্যন্ত সেখানেই বসেছিলেন দেবাশিসরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
May 30, 2025 2:06 PM IST








