SSC Recruitment New Rule: উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়মেও এসেছে বড় বদল...নয়া বিজ্ঞপ্তিতে একগুচ্ছ নতুন নিয়ম SSC-র

Last Updated:

নয়া নিয়োগ বিধিতে জানানো হয়েছে, উচ্চ প্রাথমিকের (ক্লাস ৬ থেকে ক্লাস ৮) শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় টেট পাস বাধ্যতামূলক। এই নিয়ম অবশ্য আগেই ছিল৷

News18
News18
কলকাতা: নবম -দশম ও একাদশ- দ্বাদশের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে এসএসসি৷ জানানো হয়েছে নির্ঘণ্ট৷ তবে পরীক্ষার নয়া বিধিতে নম্বর বিভাজনে বদল আনা হয়েছে৷ অ্যাকাডেমিক নম্বরে ৩৫-এর বদলে রাখা হয়েছে ১০৷ বাকি শিক্ষকতার অভিজ্ঞতা, ক্লাসে পড়ানোর ধরন এবং ইন্টারভিউয়ে রাখা হয়েছে আলাদা করে নম্বর৷ শুধুমাত্র নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রেই নয়, পরীক্ষার নিয়মে বদল এসেছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও৷
নয়া নিয়োগ বিধিতে জানানো হয়েছে, উচ্চ প্রাথমিকের (ক্লাস ৬ থেকে ক্লাস ৮) শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় টেট পাস বাধ্যতামূলক। এই নিয়ম অবশ্য আগেই ছিল৷
advertisement
বদল হওয়া নিয়মের মধ্যে রয়েছে, টেটের প্রাপ্ত নম্বরের সর্বাধিক গুরুত্ব ( weightage) থাকবে ৪০ নম্বরের। লিখিত পরীক্ষা omr নেওয়া হবে ২৫ নম্বরের। ইন্টারভিউ এর জন্য ১৫ নম্বর বরাদ্দ।
advertisement
ক্লাস নেওয়ার ক্ষমতার উপর পাঁচ নম্বর ও শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে ৫ নম্বর বরাদ্দ হবে। এটি নতুন করে যোগ করা হয়েছে৷
নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহতেই হবে এসএসসি-র নবম-দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা৷ লিখিত পরীক্ষার ফল প্রকাশ করার কথা অক্টোবরের চতুর্থ সপ্তাহে৷
advertisement
সেপ্টেম্বরের লিখিত পরীক্ষার ফলপ্রকাশের পরে ইন্টারভিউ হবে নভেম্বর মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত। প্যানেল প্রকাশিত হবে ২৪-এ নভেম্বর। কাউন্সিলিং শুরু হবে ২৯- এ নভেম্বর থেকে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Recruitment New Rule: উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়মেও এসেছে বড় বদল...নয়া বিজ্ঞপ্তিতে একগুচ্ছ নতুন নিয়ম SSC-র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement