কলকাতা: গ্রুপ সি মামলায় ক্ষোভ প্রকাশ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর। গ্রুপ সি-তে শূন্যপদ ২,০৩৭ আর ইন্টারভিউ তালিকা ৬,০০০ বেশি। অন্যদিকে, মেধাতালিকায় অপেক্ষমান ৩০০০-র বেশি! 'কীভাবে সম্ভব এমন তালিকা!' বিস্ময় প্রকাশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। তিনি বলেন, "পুরো নিয়োগ তালিকা বাতিল হওয়া উচিত। তালিকায় চাকরি পাওয়া বা নাম থাকা প্রত্যেকের নামই বাদ যাওয়া উচিত"
আদালতে জানালেন রাজ্যের আইনজীবী শীর্ষন্ন বন্দোপাধ্যায় বলেন, '২০৩৭টি শূন্যপদ হলে, তার দ্বিগুন সর্বোচ্চ নামের তালিকা হতে পারে ইন্টারভিউ জন্য।' এর বেশি মামলাকারী মিহির পালের আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় বলেন, 'এসএসসি আইন অনুযায়ী ২০১৬ নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি অপেক্ষমান তালিকায় থাকবে ২০৩ জন, সেখানে আছে ৩০০০ বেশি। ইন্টারভিউ তালিকা হবে ৪০৭৪ জনের, সেখানে তালিকায় ৬০০০ বেশি নাম।' আগামী মঙ্গলবার ফের এই মামলার শুনানি।\
আরও পড়ুন, আজকেও ঝড়বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে, প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি
আরও পড়ুন, রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে চমক রাজ্যের, নজরে বিশেষ সাঁওতালি নৃত্যানুষ্ঠান
অন্যদিকে, বুধবার থেকে শুরু হয়েছে এসএসসি গ্রুপ সি পদে চাকরি বাতিল হওয়া শূন্যপদে নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া। এদিন সকাল সাড়ে ১০ টা থেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসে কাউন্সেলিং শুরু হয়। প্রসঙ্গত, ২০১৭ সালে এই পরীক্ষা হয়েছিল। সম্প্রতি, এসএসসি গ্রুপ সি মামলায় ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Calcutta High Court