Kolkata High Court: 'পুরো নিয়োগ তালিকা বাতিল হওয়া উচিত,' ক্ষুব্ধ হাইকোর্টের বিচারপতি
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Kolkata High Court: 'কীভাবে সম্ভব এমন তালিকা!' বিস্ময় প্রকাশ বিচারপতি বিশ্বজিৎ বসুর।
কলকাতা: গ্রুপ সি মামলায় ক্ষোভ প্রকাশ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর। গ্রুপ সি-তে শূন্যপদ ২,০৩৭ আর ইন্টারভিউ তালিকা ৬,০০০ বেশি। অন্যদিকে, মেধাতালিকায় অপেক্ষমান ৩০০০-র বেশি! 'কীভাবে সম্ভব এমন তালিকা!' বিস্ময় প্রকাশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। তিনি বলেন, "পুরো নিয়োগ তালিকা বাতিল হওয়া উচিত। তালিকায় চাকরি পাওয়া বা নাম থাকা প্রত্যেকের নামই বাদ যাওয়া উচিত"
আদালতে জানালেন রাজ্যের আইনজীবী শীর্ষন্ন বন্দোপাধ্যায় বলেন, '
advertisement
২০৩৭টি শূন্যপদ হলে, তার দ্বিগুন সর্বোচ্চ নামের তালিকা হতে পারে ইন্টারভিউ জন্য।' এর বেশি মামলাকারী মিহির পালের আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় বলেন, 'এসএসসি আইন অনুযায়ী ২০১৬ নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি অপেক্ষমান তালিকায় থাকবে ২০৩ জন, সেখানে আছে ৩০০০ বেশি। ইন্টারভিউ তালিকা হবে ৪০৭৪ জনের, সেখানে তালিকায় ৬০০০ বেশি নাম।' আগামী মঙ্গলবার ফের এই মামলার শুনানি।\
advertisement
অন্যদিকে, বুধবার থেকে শুরু হয়েছে এসএসসি গ্রুপ সি পদে চাকরি বাতিল হওয়া শূন্যপদে নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া। এদিন সকাল সাড়ে ১০ টা থেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসে কাউন্সেলিং শুরু হয়। প্রসঙ্গত, ২০১৭ সালে এই পরীক্ষা হয়েছিল। সম্প্রতি, এসএসসি গ্রুপ সি মামলায় ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 27, 2023 4:27 PM IST









