Kolkata Highcourt: 'পুলিশকে দিয়ে গ্রেফতার করিয়ে আনব', ক্ষুব্ধ হাইকোর্টের বিচারপতি
- Published by:Suvam Mukherjee
- Written by:ARNAB HAZRA
Last Updated:
Kolkata Highcourt: গ্রুপ ডি নিয়োগে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশে ৪৪৬৫ ওএমআর শিট প্রকাশ করে এসএসসি।
কলকাতা: গ্রুপ ডি নিয়োগের রিপোর্ট না দিয়ে বিপাকে হাওড়া ডিআই। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, 'এজলাসে না এলে পুলিশকে দিয়ে গ্রেফতার করিয়ে আনব'।
এদিন মধ্যশিক্ষা পর্ষদ রিপোর্ট দেয় আদালতে। সেখানেই উল্লেখ থাকে গ্রুপ ডি-তে ৪,৫৫০টি চাকরির সুপারিশ করে এসএসসি। এসএসসি থেকে সুপারিশ পায় মধ্যশিক্ষা পর্ষদ। ৪৫৫০ নিয়োগপত্র দেয় মধ্যশিক্ষা পর্ষদ। এদের মধ্যে ৩৮৪৮ চাকরিতে যোগ দেয় গ্রুপ ডি পদে। হাওড়া ডিআই এখনও কোনও রিপোর্ট পাঠায়নি মধ্যশিক্ষা পর্ষদকে।
advertisement
একথা জানার পরেই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, 'সব জেলায় গ্রুপ ডি পদে কতজন নিয়োগ, কতজন জয়েন করেনি, এই রিপোর্ট পাঠালেও হাওড়া ডিআই কেন পাঠায়নি।'দুপুরের মধ্যে হাওড়া ডিআইকে এজলাসে তলব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
advertisement
গ্রুপ ডি নিয়োগে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশে ৪৪৬৫ ওএমআর শিট প্রকাশ করে এসএসসি। এসএসসি রিপোর্ট দেয়, ৩৯৫৬ শূন্যপদে নিয়োগ হয়। ৩৮৮০ সুপারিশ পাঠায় এসএসসি। ৩৫০২ জনের নিয়োগ তালিকা। ৬৯৮৮ জন ওয়েটিং লিস্ট মেধা তালিকায় রয়েছে। সেই সঙ্গে ২৮১৯টি ওএমআর শিট বিকৃত করা হয়েছে বলে রিপোর্টে স্বীকার করে নেয় এসএসসি।
এদিন হাইকোর্টের বিচারপতি বলেন, "যাঁদের ওএমআর শিট কারচুপি বা বিকৃত হয়েছে, তাঁদের সুপারিশ এখনও বাতিল করেনি কেন এসএসসি! শুক্রবার মধ্যে বিকৃত ওএমআর বাতিল করতে হবে। এসএসসি রিপোর্টে বলছে ২৮১৯ চাকরির সুপারিশ হয়েছে বিকৃত OMR শিটের ভিত্তিতে।
advertisement
এই ২৮১৯ বিকৃত ওএমআর শিটে সুপারিশ গুলি কালকের মধ্যে বাতিল করতে হবে।"
এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ায় কীভাবে ৬,৯৮৮ জনের নাম ওয়েটিং লিস্টের মেধাতালিকায় থাকে!
৩৯৫৬ জনের শূন্যপদের নিয়োগে কীভাবে, এত ওয়েটিং লিস্ট! ৬৯৮৮ সুপারিশের মধ্যে কতজন চাকরি পেয়েছেন, তাও এসএসসিকে দ্রুত খুঁজে বার করতে হবে।
advertisement
এবার আদালত সেই 'অদৃশ্য হাত' খুঁজে দেখবে। কার 'অদৃশ্য হাতে' এমন বিকৃত ওএমআর শিটে চাকরি হয়েছে, আদালত এবার তা দেখতে চায়।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 09, 2023 4:02 PM IST