রিবেট বৃদ্ধি
আয়কর ছাড়ের ক্ষেত্রে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ নতুন করে রিবেট ঘোষণা করেছেন
আগে রিবেটের পরিমাণ ছিল পাঁচ লক্ষ টাকা পর্যন্ত৷ এ বার সেটি বেড়ে হয়েছে ৭ লক্ষ টাকা
ট্যাক্স স্ল্যাবের পরিবর্তন
ট্যাক্সের স্ল্যাবের বিপুল পরিবর্তন করা হয়েছে এ বারের বাজেটে৷
আগে ছিল ছ’টি ট্যাক্সের স্ল্যাব, এ বার সেটিকে কমিয়ে করা হয়েছে পাঁচটি স্ল্যাব
তিন লক্ষ টাকা পর্যন্ত ছাড়, আগে যেটি ছিল আড়াই লক্ষ টাকা
স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধি
বেড়েছে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ, আপাতত এটি পুরনো ট্যাক্স রেজিমের ক্ষেত্রে প্রচলিত আছে
যাঁদের বার্ষিক আয় ১৫.৫ লক্ষ টাকা, তাঁদের ডিডাকশন হবে ৫২ হাজার ৫০০ টাকা
সারচার্জ কমেছে
কমানো হয়েছে সারচার্জ৷ ৩৭ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ২৫ শতাংশ
লিভ এনক্যাশমেন্ট
অবসর নেওয়ার সময় লিভ এনক্যাশমেন্টের এ বার বাজেটে সেটি বাড়িয়ে করা হয়েছে ২৫ লক্ষ টাকা
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন