হোম /খবর /কলকাতা /
থমকে নিয়োগ প্রক্রিয়া! তদন্ত শেষ হবে কবে? CBI-কে চূড়ান্ত ভর্ৎসনা হাইকোর্টের

SSC Scam CBI: থমকে নিয়োগ প্রক্রিয়া! তদন্ত শেষ হবে কবে? CBI-কে চূড়ান্ত ভর্ৎসনা হাইকোর্টের

এরপরেই এসএসসি দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের গ্রেফতারি বাড়ানোর পরামর্শ দেন বিচারপতি।

  • Share this:

কলকাতা: চার্জশিট পেশ হয়ে গেছে। কিন্তু তদন্তে কোনও অগ্রগতি নেই। শুধু তাই নয়, চক্রান্তকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই বা কেন নেওয়া হচ্ছে না! নবম-দশম মামলায় ফের আদালতের ভর্ৎসনার মুখে সিবিআই।

এদিন আদালতে শুনানি চলাকালীন মামলাকারী শুভময় ভুঁইয়ার আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত ও বিক্রম বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন, ভুরি ভুরি বিকৃত OMR শিট উদ্ধার হয়েছে, অথচ সিবিআই তদন্তে তেমন অগ্রগতি নেই কেন?

অন্যদিকে, বিচারপতি বিশ্বজিৎ বসু এদিনই সিবিআই-কে প্রশ্ন করেন, "চক্রান্তকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন? যাঁরা টাকা দিয়েছেন এবং নিয়েছেন তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন? যাঁরা এই OMR Sheet বিকৃত করেছেন তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?"

আরও পড়ুন: বাঙালির বিরুদ্ধে বেফাঁস মন্তব্য! মামলা থেকে অব্যাহতি পেয়ে গেলেন পরেশ রাওয়াল

আরও পড়ুন: ডি লিট পাচ্ছেন মমতা! আজ সেন্ট জেভিয়ার্সের সমাবর্তনে নতুন সম্মান

এরপরেই এসএসসি দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের গ্রেফতারি বাড়ানোর পরামর্শ দেন বিচারপতি। ক্ষুব্ধ হয়ে বলেন, "সিবিআই কেমন করে তদন্ত করবে সেটার উপদেশ কেন আদালতকে বারবার দিতে হবে? যে বা যাঁরা টাকা পেয়েছেন তাঁদের ক্ষেত্রে সিবিআই-এর এই ঢিলেঢালা মনোভাব কেন? এই ছ'বছরে তো অনেকে টাকা পাচার করে দিয়েছে। তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ কেন করছে না সিবিআই? কিছু সুবিধাভোগীকে গ্রেফতার করছেন, চার্জশিট পেশ করছেন, বাকি সুবিধাভোগীদের ছেড়ে রেখেছেন। এরকম কেন?"

এরপরেই বিচারপতির পরামর্শ, এসএসসি তদন্ত তাড়াতাড়ি শেষ করুক সিবিআই। মামলা ঝুলে থাকলে এসএসসি-ও নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে না। নিয়োগ প্রক্রিয়া থমকে থাকবে। শূন্যপদ সেই থেকেই যাবে।

Published by:Satabdi Adhikary
First published:

Tags: Kolkata High court, SSC