Fire Incident: ভোররাতে শহরের বুকে অগ্নিকাণ্ড! নাখোদা মসজিদের কাছে গোডাউনে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

Last Updated:

প্রায় দেড় ঘণ্টা ধরে আগুন নেভানোর কাজ চলা সত্ত্বেও আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে স্থানীয় সূত্রের খবর৷

কলকাতা:ভোররাতে কলকাতায আগুন৷ সোমবার ভোর ৫টা বেজে ৫ মিনিট নাগাদ নাখোদা মসজিদের সামনে একটি আবাসনের লাগোয়া গোডাউনে আগুন লাগে। ইতিমধ্যে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে৷ আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে।
প্রায় দেড় ঘণ্টা ধরে আগুন নেভানোর কাজ চলা সত্ত্বেও আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে স্থানীয় সূত্রের খবর৷
আরও পডুন: বিজেপি ক্ষমতায় এলেও কি দিতে হবে উত্তরাধিকার কর? সম্পত্তি পুনর্বণ্টন নিয়ে কী অবস্থান নরেন্দ্র মোদির?
কিছু কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে এবং অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়ার দরুন বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের৷
advertisement
advertisement
দমকল বিভাগের ডেপুটি ডিরেক্টর রতন কর হালদার বলেন, ‘‘ আগুন নিয়ন্ত্রণে ডাম্পিং ডাউন প্রসেস চলছে৷ যেখানে যেখানে সাদা ধোঁয়া দেখা যাচ্ছে সেখানে জল দিয়ে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি কী থেকে এই আগুন লাগল ফরেন্সিক করার পরেই পুরোপুরি ভাবে জানা যাবে। পাশের একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’’
advertisement
আগুন নেভানোর ক্ষেত্রে ইতিমধ্যে ১০টি ইঞ্জিন তৎপরতার সঙ্গে কাজ করছে। যে গোডাউনে আগুন লেগেছে জানা যাচ্ছে সেখানে অগ্নিনির্বাপক কোনও ব্যবস্থাই ছিল না বলে সূত্রের খবর।
advertisement
আশেপাশে বাড়িগুলিতে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার কারণে অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Fire Incident: ভোররাতে শহরের বুকে অগ্নিকাণ্ড! নাখোদা মসজিদের কাছে গোডাউনে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement