IMD Rain Update: সাগর থেকে ঢুকবে জলীয় বাষ্প...সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! কবে? দিনক্ষণ জানিয়ে দিল আলিপুর, জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
আলিপুর জানাচ্ছে, এখন চলবে গরম পশ্চিমের হাওয়ার দাপট। আগামী ৫ দিনে তেমন কোনও উল্লেখ্যযোগ্য পরিবর্তন হবে না তাপমাত্রার। তাপপ্রবাহ থাকবে। পশ্চিমের ৫/৭ জেলায় তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় তীব্র তাপপ্রবাহের চরম সতর্কতা।
কোনও দিন ৪১, তো কোনও দিন ৪২৷ কলকাতায় লাফিয়ে লাফিয়ে চড়ছে তাপমাত্রার পারদ৷ তাপপ্রবাহ পরিস্থিতির মাঝে রীতিমতো হাঁসফাঁস দশা আমাদের৷ আগামী কয়েকদিনও কি এমনই থাকবে পরিস্থিতি? নাকি অবস্থার কিছু পরিবর্তনের আশা আছে? আগামী কয়েকদিনের আবহাওয়ার আগাম আপডেট জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত৷
advertisement
advertisement
আলিপুর জানাচ্ছে, এখন চলবে গরম পশ্চিমের হাওয়ার দাপট। আগামী ৫ দিনে তেমন কোনও উল্লেখ্যযোগ্য পরিবর্তন হবে না তাপমাত্রার। তাপপ্রবাহ থাকবে। পশ্চিমের ৫/৭ জেলায় তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় তীব্র তাপপ্রবাহের চরম সতর্কতা।
advertisement
advertisement
advertisement
আগামী ৫ মে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে। পশ্চিমের হওয়ার দাপট কমবে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। আজ, রবিবারও পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর জেলায় সন্ধ্যার পর হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তবে এই বৃষ্টিতে প্রভাব পড়বে না তাপপ্রবাহে।
advertisement
পূর্বাভাস অনুসারে, আগামী রবি ও সোম ও মঙ্গলবার অর্থাৎ ৫ – ৬ ও ৭ মে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়-বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে। কালবৈশাখীর ঝড়বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও তা দীর্ঘস্থায়ী হবে না বলেই অনুমান। হতে পারে শিলাবৃষ্টিও।
advertisement
advertisement