CM Mamata Banerjee: খিদিরপুর বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য বিরাট ঘোষণা মমতার! বিপুল অঙ্কের ক্ষতিপূরণ...

Last Updated:

যাঁদের দোকান পুরোপুরি পুড়ে গিয়েছে, তাঁদের ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। অর্ধেক পুড়লে টাকার অঙ্ক ৫০ হাজার।

News18
News18
কলকাতা: খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুন লাগে রবিবার মধ্যরাতে। প্রায় তেরোশো দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। সোমবার ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনাস্থল থেকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকান বানিয়ে দেবে সরকার। এর জন্য কোনও ব্যবসায়ীকে পয়সা দিতে হবে না। যাঁদের দোকান পুরোপুরি পুড়ে গিয়েছে, তাঁদের ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। অর্ধেক পুড়লে টাকার অঙ্ক ৫০ হাজার। আপাতত প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।’ আরও জানানো হয়, পুড়ে যাওয়া বাজার নতুন করে তৈরি করে দেবে কলকাতা পুরসভা৷
আপাতত অস্থায়ী দোকান করে দেওয়া হবে৷
আগুন লাগে রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ। মুহূ মূলত বাজারের মধ্যে গুদামগুলি আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে যায়। ভিতরের অংশে পৌঁছতেও বেশ কিছুটা বেগ পেতে হয় দমকলকে।  কীভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়, প্রচুর দোকান ও গুদাম পুড়ে গিয়ে বিপুল অঙ্কের ক্ষয়ক্ষতি হয়েছে। বাজারের মধ্যে রয়েছে তেলের গুদাম। তাতে আগুন লেগে আরও ছড়িয়ে পড়ে। সেটিও পুড়ে ছাই হয়ে গিয়েছে।
advertisement
advertisement
এখনও পর্যন্ত খিদিরপুর বাজারে হতাহতের কোনও খবর নেই। তবে বহু সম্পত্তি নষ্টের আশঙ্কা করা হচ্ছে। বহু দোকান পুড়ে গিয়েছে। পরিকল্পিতভাবে কেউ আগুন লাগিয়েছে কিনা না সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সবটাই খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
CM Mamata Banerjee: খিদিরপুর বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য বিরাট ঘোষণা মমতার! বিপুল অঙ্কের ক্ষতিপূরণ...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement