Accident: ঘুমিয়ে পড়েছিলেন চালক, হাইওয়েতে ট্রাকে সজোরে ধাক্কা গাড়ির, গুরুতর আহত চিকিৎসক রাজা ধর
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Accident: ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে বিশিষ্ট চেস্ট মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক রাজা ধর। বর্তমানে ফর্টিস, নয়ডা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন কলকাতার সিএমআরআই হাসপাতালের ফুসফুস রোগ বিশেষজ্ঞ এই চিকিৎসক। আজ শনিবার তাঁর অস্ত্রোপচার হচ্ছে মেরুদণ্ডে।
কলকাতাঃ ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে বিশিষ্ট চেস্ট মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক রাজা ধর। বর্তমানে ফর্টিস, নয়ডা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন কলকাতার সিএমআরআই হাসপাতালের ফুসফুস রোগ বিশেষজ্ঞ এই চিকিৎসক। আজ শনিবার তাঁর অস্ত্রোপচার হচ্ছে মেরুদণ্ডে।
জানা গিয়েছে, দিল্লি-মথুরা এক্সপ্রেসওয়েতে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন এই বিশিষ্ট চিকিৎসক। মেরুদণ্ড এবং মাথার বিভিন্ন জায়গায় আঘাত লাগে তাঁর। তবে মস্তিষ্কে কোনও আঘাত নেই বলেই সূত্রের খবর। সূত্রের খবর, তাঁর গাড়িচালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময় গাড়িটি হাইওয়েতে একটি ট্রাকে গিয়ে সজোরে ধাক্কা মারে, আর তাতেই গুরুতর আহত হন তিনি।
advertisement
আরও পড়ুনঃ আগাছা বলে অবহেলা নয়! তেলতেলে, রসালো এবং গাঢ় সবুজ এই শাক ক্যালসিয়ামের খনি, দূর করে তোতলামি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে দিল্লি থেকে গাড়িতে আগ্রায় কনফারেন্সে যোগ দিতে যাচ্ছিলেন চার বিশিষ্ট চিকিৎসক। তাঁদের মধ্যে ছিলেন চিকিৎসক রাজা ধরও। সম্ভবত, তাঁর গাড়ির ড্রাইভার ঘুমিয়ে পড়েছিলেন, সেই সময়ই একটি ট্র্যাকে ধাক্কা মারে। দুর্ঘটনায় মুখে এবং শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত লাগে তাঁর। জানা গিয়েছে, প্রথমেই তাঁকে মথুরার এক হাসপাতালে ভর্তি করা হয়। পরে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। আজ তাঁর অস্ত্রোপচার হচ্ছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 16, 2024 3:46 PM IST