Asia Cup India vs UAE: মাত্র সাড়ে ৪ ওভারেই খেলা শেষ! আরব আমিরশাহিকে সহজে হারিয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Asia Cup India vs UAE: সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে সহজেই জিতে এশিয়া কাপে অভিযান শুরু করল ভারত। দুবাইতে প্রথমে ব্যাট করে ১৩.১ ওভারে মাত্র ৫৭ রানেই শেষ হয়ে যায় আরবের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪.৩ ওভারেই খেলা শেষ করল ভারত।
দুবাই: সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে সহজেই জিতে এশিয়া কাপে অভিযান শুরু করল ভারত। দুবাইতে প্রথমে ব্যাট করে ১৩.১ ওভারে মাত্র ৫৭ রানেই শেষ হয়ে যায় আরবের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪.৩ ওভারেই খেলা শেষ করল ভারত।
আরব আমিরশাহির হয়ে ব্যাট করতে নেমে দুই ওপেনার ছাড়া কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। ইউএইর হয়ে সর্বোচ্চ রান করেন আলিশান শারাফু ২২।
advertisement
ভারতের হয়ে বোলিংয়ে ২.১ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে ৪টি উইকেট নেন কুলদীপ যাদব। ২ ওভারে ৪ রান দিয়ে ৩টি উইকেট নেন শিবম দুবে। ১টি করে উইকেট পেয়েছেন বুমরা, প্যাটেল এবং বরুণ চক্রবর্তী।
advertisement
জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে মাত্র ২৭ বলেই প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ওপেনিংয়ে নেমে ঝোড়ো ১৬ বলে ৩০ করেন অভিষেক শর্মা। ৯ বলে ২০ করে অপরাজিত থাকেন শুভমন। ২ বলে ৭ করে নট আউট সূর্যকুমার। এশিয়া কাপে ভারতের পরের ম্যাচ পাকিস্তানের সঙ্গে রবিবার।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 10, 2025 10:21 PM IST