India Nepal Relations: নেপালের অন্তর্বর্তী সরকারের মাথায় সুশীলা! নাম ঘোষণার পরেই ভারত নিয়ে বিরাট বার্তা, বদলাবে দুদেশের সম্পর্ক?

Last Updated:
India Nepal Relations: ওলির পদত্যাগের পর দেশের অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার জন্য তরুণ প্রজন্ম বেছে নিয়েছে সুশীলা কার্কিকে। ভারতের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে সুশীলার।
1/5
ওলির পদত্যাগের পর দেশের অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার জন্য তরুণ প্রজন্ম বেছে নিয়েছে সুশীলা কার্কিকে। ভারতের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে সুশীলার। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে (BHU) পড়াশোনা করেছেন তিনি।
ওলির পদত্যাগের পর দেশের অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার জন্য তরুণ প্রজন্ম বেছে নিয়েছে সুশীলা কার্কিকে। ভারতের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে সুশীলার। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে (BHU) পড়াশোনা করেছেন তিনি।
advertisement
2/5
সুশীলার নাম ঘোষণা হওয়ার পরেই তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। নিউজ১৮কে তিনি বলেন, “Gen Z আন্দোলনকারীরা আমায় সময়ের জন্য সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে
সুশীলার নাম ঘোষণা হওয়ার পরেই তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। নিউজ১৮কে তিনি বলেন, “Gen Z আন্দোলনকারীরা আমায় সময়ের জন্য সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে", সুশীলা কার্কি এই নিয়ে বলেছেন, "জাতীয় স্বার্থে কাজ করতে প্রস্তুত।"
advertisement
3/5
সুশীলা কার্কি, যিনি নিজেকে 'ভারতের বন্ধু' হিসাবে বর্ণনা করেছেন, পাশাপাশি বেনারসে তাঁর কাটানো ছাত্রজীবনের স্মৃতিচারণা করেছেন।
সুশীলা কার্কি, যিনি নিজেকে 'ভারতের বন্ধু' হিসাবে বর্ণনা করেছেন, পাশাপাশি বেনারসে তাঁর কাটানো ছাত্রজীবনের স্মৃতিচারণা করেছেন।
advertisement
4/5
ভারত প্রসঙ্গে তিনি বলেন, “আমি ভারতীয় রাজনীতিবিদরা আমায় মুগ্ধ করে… ভারত আমায় বোনের মতো ভাবে।
ভারত প্রসঙ্গে তিনি বলেন, “আমি ভারতীয় রাজনীতিবিদরা আমায় মুগ্ধ করে… ভারত আমায় বোনের মতো ভাবে।" পাশাপাশি প্রধানমন্ত্রী মোদির নাম উল্লেখ করে তিনি বলেন, “আমি মোদিজিকে নমস্কার করছি। আমার মোদিজির প্রতি ভাল ধারণা আছে।"
advertisement
5/5
ছাত্রজীবনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “আমি BHU-তে পড়াশোনা করেছি… আমার ভারতে অনেক বন্ধু আছে। BHU-এর শিক্ষকদের আমার এখনও মনে আছে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভাল এবং বহু প্রাচীন। ভারত নেপালকে অনেক সাহায্য করেছে। ভারতীয়রা সবসময় নেপালের মঙ্গল কামনা করে।
ছাত্রজীবনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “আমি BHU-তে পড়াশোনা করেছি… আমার ভারতে অনেক বন্ধু আছে। BHU-এর শিক্ষকদের আমার এখনও মনে আছে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভাল এবং বহু প্রাচীন। ভারত নেপালকে অনেক সাহায্য করেছে। ভারতীয়রা সবসময় নেপালের মঙ্গল কামনা করে।"
advertisement
advertisement
advertisement