physically assaulted: পার্ক স্ট্রিট থানার মধ্যেই এবার ভয়ঙ্কর অভিযোগ! 'আক্রান্ত' মহিলা সিভিক ভলান্টিয়ার

Last Updated:

আরজি করের বিচারে দাবীতে এখনও উত্তাল হচ্ছে রাজ্য৷ গত শনিবার, ৫ অক্টোবর কুলতলিতেও ধর্ষণের অভিযোগে দফায় দফায় উত্তাল হয়েছে জয়নগর৷ এবার আবার খোদ শহর কলকাতায় শ্লীলতাহানির অভিযোগ উঠল৷

ফের নারী নির্যাতনের ঘটনা রাজ্যে
ফের নারী নির্যাতনের ঘটনা রাজ্যে
কলকাতা:  আরজি করের বিচারে দাবীতে এখনও উত্তাল হচ্ছে রাজ্য৷ গত শনিবার, ৫ অক্টোবর কুলতলিতেও ধর্ষণের অভিযোগে দফায় দফায় উত্তাল হয়েছে জয়নগর৷ এবার আবার খোদ শহর কলকাতায় শ্লীলতাহানির অভিযোগ উঠল৷
ঘটনাটি ঘটে, শনিবার ৫ অক্টোবর৷ পার্কস্ট্রিট থানায় এক মহিলা সিভিক ভলেন্টিয়কে শ্লীলতাহানি করা হয়। অভিযোগ ওঠে ওই থানারই এক কর্তব্যরত সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে।
সিভিক ভলেন্টিয়ার মহিলা ৬ বছর ধরে কাজ পার্ক স্ট্রিট থানায় কাজ করতেন। ২০১৭ সালে, পার্কস্ট্রিট থানায় কাজ পান তিনি।
advertisement
advertisement
রাত ১ঃ১০ নাগাদ থানার চার তলার রেস্ট রুমে পুজোর পোশাক দেওয়ার জন্য ওই এসআই ডেকে পাঠান অভিযোগকারিনীকে। অভিযোগ পোশাক দেওয়ার পরই তাঁর শ্লীলতাহানি করা হয়।
নির্যাতিতা অভিযোগ করেন, এরপর নীচে এসে তখন ডিউটিতে থাকা অফিসারের কাছে অভিযোগ জানাতে যান৷ কিন্তু তাঁর অভিযোগ নেওয়া হয়নি। এমন কি বিষয়টি নাকি মিটিয়ে নিতেও বলা হয়।
advertisement
এরপর তিনি তাঁর মামাকে ফোন করেন৷ তাঁর ফোন বন্ধ থাকায় থানায় তিনি মামার আর এক আত্মীয়কে পুরো ঘটনা জানান। পরে নির্যাতিতা স্পিড পোস্টে সিপি, জয়েন্ট সিপি ক্রাইম, ডিসি সাউথের কাছে অভিযোগ পত্র দেন।
তবে জানা গিয়েছে, ওসি নির্যাতিতার মামাকে জানায়, এসআইকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। তাঁর মামা জানান, এর ফলে সমস্যা আপাতত সমাধান হয়েছে।
advertisement
পার্ক স্ট্রিট থানায় ওই এসএই এর বিরুদ্ধে BNS-74 (শ্লীলতাহানি) ধারাতে মামলা রুজু করা হল
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
physically assaulted: পার্ক স্ট্রিট থানার মধ্যেই এবার ভয়ঙ্কর অভিযোগ! 'আক্রান্ত' মহিলা সিভিক ভলান্টিয়ার
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement