physically assaulted: পার্ক স্ট্রিট থানার মধ্যেই এবার ভয়ঙ্কর অভিযোগ! 'আক্রান্ত' মহিলা সিভিক ভলান্টিয়ার
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
আরজি করের বিচারে দাবীতে এখনও উত্তাল হচ্ছে রাজ্য৷ গত শনিবার, ৫ অক্টোবর কুলতলিতেও ধর্ষণের অভিযোগে দফায় দফায় উত্তাল হয়েছে জয়নগর৷ এবার আবার খোদ শহর কলকাতায় শ্লীলতাহানির অভিযোগ উঠল৷
কলকাতা: আরজি করের বিচারে দাবীতে এখনও উত্তাল হচ্ছে রাজ্য৷ গত শনিবার, ৫ অক্টোবর কুলতলিতেও ধর্ষণের অভিযোগে দফায় দফায় উত্তাল হয়েছে জয়নগর৷ এবার আবার খোদ শহর কলকাতায় শ্লীলতাহানির অভিযোগ উঠল৷
ঘটনাটি ঘটে, শনিবার ৫ অক্টোবর৷ পার্কস্ট্রিট থানায় এক মহিলা সিভিক ভলেন্টিয়কে শ্লীলতাহানি করা হয়। অভিযোগ ওঠে ওই থানারই এক কর্তব্যরত সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে।
সিভিক ভলেন্টিয়ার মহিলা ৬ বছর ধরে কাজ পার্ক স্ট্রিট থানায় কাজ করতেন। ২০১৭ সালে, পার্কস্ট্রিট থানায় কাজ পান তিনি।
advertisement
advertisement
রাত ১ঃ১০ নাগাদ থানার চার তলার রেস্ট রুমে পুজোর পোশাক দেওয়ার জন্য ওই এসআই ডেকে পাঠান অভিযোগকারিনীকে। অভিযোগ পোশাক দেওয়ার পরই তাঁর শ্লীলতাহানি করা হয়।
আরও পড়ুন: হু হু করে ঝরবে ওজন, দূর হবে কোষ্ঠকাঠিন্য, বদ হজমের সমস্যা, প্রতিদিন খান এই ম্যাজিক পানীয়
নির্যাতিতা অভিযোগ করেন, এরপর নীচে এসে তখন ডিউটিতে থাকা অফিসারের কাছে অভিযোগ জানাতে যান৷ কিন্তু তাঁর অভিযোগ নেওয়া হয়নি। এমন কি বিষয়টি নাকি মিটিয়ে নিতেও বলা হয়।
advertisement
এরপর তিনি তাঁর মামাকে ফোন করেন৷ তাঁর ফোন বন্ধ থাকায় থানায় তিনি মামার আর এক আত্মীয়কে পুরো ঘটনা জানান। পরে নির্যাতিতা স্পিড পোস্টে সিপি, জয়েন্ট সিপি ক্রাইম, ডিসি সাউথের কাছে অভিযোগ পত্র দেন।
তবে জানা গিয়েছে, ওসি নির্যাতিতার মামাকে জানায়, এসআইকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। তাঁর মামা জানান, এর ফলে সমস্যা আপাতত সমাধান হয়েছে।
advertisement
পার্ক স্ট্রিট থানায় ওই এসএই এর বিরুদ্ধে BNS-74 (শ্লীলতাহানি) ধারাতে মামলা রুজু করা হল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 06, 2024 1:14 PM IST