Mysterious Death: ‘চিন্তা করিস না...’, পুত্র, পুত্রবধূদের জন্য ভিডিও বার্তা রেখে বাড়ির ছাদে রহস্যমৃত্যু ক্যানসার আক্রান্ত বিপত্নীক প্রৌঢ়ের

Last Updated:

Mysterious Death: তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী থাকবে না, সেটাও ভিডিওতে জানিয়ে যান তিনি৷ পুলিশ সূত্রে জানানো হয়েছে মৃত জয়ন্তর মোবাইলে এই ভিডিও শ‍্যুট হয়েছে দুপুর ৩.০৫ মিনিট নাগাদ ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা : ইমরাতি দ্রব্যের এক ব্যবসায়ীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল ফুলবাগানে৷ নিহতের নাম জয়ন্ত সাহা (৬৫)৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার বিকেলে বাড়ির ছাদে উঠে নিজের লাইসেন্সড আগ্নেয়াস্ত্র দিয়ে আত্মঘাতী হন তিনি৷ প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে সম্প্রতি প্রয়াত হয়েছেন জয়ন্তর স্ত্রী৷ প্রৌঢ় নিজেও ক্যানসারে আক্রান্ত ছিলেন৷ তাঁর কেমোথেরাপি চলছিল৷ এই পরিস্থিতিতে মানসিক অবসাদ থেকেই তিনি নিজের জীবন শেষ করেছেন বলে ধারণা তদন্তকারীদের৷
পুলিশ জানিয়েছেন, মৃত্যুর আগে মোবাইলে নিজের বার্তা ভিডিও করেন জয়ন্ত৷ দুই ছেলে এবং পুত্রবধূদের তিনি সেখানে চিন্তা করতে নিষেধ করেন৷ তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী থাকবে না, সেটাও ভিডিওতে জানিয়ে যান তিনি৷ পুলিশ সূত্রে জানানো হয়েছে মৃত জয়ন্তর মোবাইলে এই ভিডিও শ‍্যুট হয়েছে দুপুর ৩.০৫ মিনিট নাগাদ৷
আরও পড়ুন : ঘামে ভিজে জবজবে হয় শরীর কোন ভিটামিনের অভাবে? বিকট গন্ধে গুলিয়ে ওঠে গা? জানুন ঘেমো দুর্গন্ধ থেকে বাঁচবেন কী করে
পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার নিউটাউনে গিয়েছিলেন জয়ন্তর দুই ছেলে এবং বড় পুত্রবধূ৷ বাড়িতে ছিলেন প্রৌঢ় জয়ন্ত, তাঁর ছোট পুত্রবধূ এবং বাড়ির দু’জন পরিচারক খুকু এবং বংশী৷ পুত্রবধূ এবং দুই পরিচারককে খেয়ে নিতে বলেন তিনি৷ নিজে পরে খাবেন বলে ঘরে ঢুকে যান৷ এর পর অনেক ক্ষণ তিনি ঘর থেকে বার হচ্ছেন না দেখে তাঁকে খুঁজতে শুরু করেন ছোট পুত্রবধূ এবং দুই পরিচারক৷ প্রৌঢ়কে খুঁজতে খুঁজেতে তাঁরা যান বাড়ির ছাদে৷ সেখানেই তাঁর গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ দেখতে পান তাঁরা৷ ডাক্তার ঘটনাস্থলে এসে তাঁকে মৃত ঘোষণা করেন৷
advertisement
advertisement
This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mysterious Death: ‘চিন্তা করিস না...’, পুত্র, পুত্রবধূদের জন্য ভিডিও বার্তা রেখে বাড়ির ছাদে রহস্যমৃত্যু ক্যানসার আক্রান্ত বিপত্নীক প্রৌঢ়ের
Next Article
advertisement
'মায়েদের রান্নার জিরেতে  জিএসটি, আর হিরেতে নেই...?' 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!
'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' গর্জে উঠলেন অভিষেক!
  • 'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!

  • মোদি সরকারের নতুন জিএসটি ২.০ লাগু করা নিয়ে এবার চরম নিশানা

VIEW MORE
advertisement
advertisement