Vitamin Deficiency to cause Sweating with Odour: ঘামে ভিজে জবজবে হয় শরীর কোন ভিটামিনের অভাবে? বিকট গন্ধে গুলিয়ে ওঠে গা? জানুন ঘেমো দুর্গন্ধ থেকে বাঁচবেন কী করে

Last Updated:
Vitamin Deficiency to cause Sweating with Odour: ঘামের অস্বস্তি বাড়িয়ে দেয় এর বিকট গন্ধ। যাঁদের অতিরিক্ত ঘাম হওয়ার সমস্যা আছে,তাঁদের জন্য অস্বস্তিতে পড়তে হয় অন্যান্যদের। আবার অতিরিক্ত ঘর্মাক্ত হয়ে ওঠার জন্য নাজেহাল হন ভুক্তভোগীও
1/7
আবার হাজির বৈশাখের তীব্র দহনজ্বালা৷ কলকাতার গরমে আর্দ্রতা বেশি৷ ফলে ঘামে জবজবে হয়ে থাকতে হয়৷ ঘামের গন্ধে টেকা দায় হয়ে ওঠে৷
আবার হাজির বৈশাখের তীব্র দহনজ্বালা৷ কলকাতার গরমে আর্দ্রতা বেশি৷ ফলে ঘামে জবজবে হয়ে থাকতে হয়৷ ঘামের গন্ধে টেকা দায় হয়ে ওঠে৷
advertisement
2/7
ঘামের অস্বস্তি বাড়িয়ে দেয় এর বিকট গন্ধ। যাঁদের অতিরিক্ত ঘাম হওয়ার সমস্যা আছে,তাঁদের জন্য অস্বস্তিতে পড়তে হয় অন্যান্যদের। আবার অতিরিক্ত ঘর্মাক্ত হয়ে ওঠার জন্য নাজেহাল হন ভুক্তভোগীও।
ঘামের অস্বস্তি বাড়িয়ে দেয় এর বিকট গন্ধ। যাঁদের অতিরিক্ত ঘাম হওয়ার সমস্যা আছে,তাঁদের জন্য অস্বস্তিতে পড়তে হয় অন্যান্যদের। আবার অতিরিক্ত ঘর্মাক্ত হয়ে ওঠার জন্য নাজেহাল হন ভুক্তভোগীও।
advertisement
3/7
একাধিক কারণে ঘাম বাড়ে শরীরে। তার মধ্যে রয়েছে ভিটামিনের অভাবও। বলছেন মনপ্রীত কালরা।
একাধিক কারণে ঘাম বাড়ে শরীরে। তার মধ্যে রয়েছে ভিটামিনের অভাবও। বলছেন মনপ্রীত কালরা।
advertisement
4/7
ভিটামিন ডি-র ঘাটতি হলে শরীরে অতিরিক্ত ঘাম তৈরি হয়। মাথার স্ক্যাল্পও ঘেমে যায়। ক্লান্তি, হাড়ে যন্ত্রণা, পেশিতে টান এবং ডিপ্রেশনের মতো উপসর্গ দেখা দেয় এই ভিটামিনের ঘাটতি।
ভিটামিন ডি-র ঘাটতি হলে শরীরে অতিরিক্ত ঘাম তৈরি হয়। মাথার স্ক্যাল্পও ঘেমে যায়। ক্লান্তি, হাড়ে যন্ত্রণা, পেশিতে টান এবং ডিপ্রেশনের মতো উপসর্গ দেখা দেয় এই ভিটামিনের ঘাটতি।
advertisement
5/7
তৈলাক্ত মাছ, দুধ, চিজের মতো ডেয়ারি খাবার, মাশরুমে প্রচুর ভিটামিন ডি আছে। সকাল ১১টার আগে অন্তত ২০ মিনিট রোদ পোহান। প্রচুর ভিটামিন ডি পাবেন।
তৈলাক্ত মাছ, দুধ, চিজের মতো ডেয়ারি খাবার, মাশরুমে প্রচুর ভিটামিন ডি আছে। সকাল ১১টার আগে অন্তত ২০ মিনিট রোদ পোহান। প্রচুর ভিটামিন ডি পাবেন।
advertisement
6/7
 ভিটামিন বি কমপ্লেক্সের অভাবেও অতিরিক্ত ঘাম হয়। কারণ আমাদের স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে এই ভিটামিন। ফলে তার প্রভাব পড়ে এনার্জি লেভেল, সেল মেটাবলিজম এবং ব্রেন ফাংশনে। রাতের বেলা ঘুমের মধ্যে ঘামও হয় এই ভিটামিনের ঘাটতিতে।
ভিটামিন বি কমপ্লেক্সের অভাবেও অতিরিক্ত ঘাম হয়। কারণ আমাদের স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে এই ভিটামিন। ফলে তার প্রভাব পড়ে এনার্জি লেভেল, সেল মেটাবলিজম এবং ব্রেন ফাংশনে। রাতের বেলা ঘুমের মধ্যে ঘামও হয় এই ভিটামিনের ঘাটতিতে।
advertisement
7/7
মাংস, ডিম, সবুজ শাকসবজি, বিনস, ডাল, বাদাম, ডেয়ারি প্রডাক্টে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যাবে।
মাংস, ডিম, সবুজ শাকসবজি, বিনস, ডাল, বাদাম, ডেয়ারি প্রডাক্টে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যাবে।
advertisement
advertisement
advertisement