Kolkata News: আসামির সঙ্গে পুলিশের দৌড়, আসামি প্রথম আর পুলিশ দ্বিতীয়! আদালতে এ কী কাণ্ড

Last Updated:

Kolkata News: অন্ততপক্ষে ঘন্টাখানেক বাদে আদালত চত্বরে জনে জনে খবর ছড়িয়ে যায় আসামি পালিয়েছে।

এ কী কাণ্ড আদালতে!
এ কী কাণ্ড আদালতে!
কলকাতা: বেলা, দুটো নাগাদ আলিপুর জজ কোর্টে রীতিমতো তোলপাড় কাণ্ড। কর্তব্যরত পুলিশ থেকে আরম্ভ করে সবাই এদিকে ওদিকে দৌড়াচ্ছে। কিছু পুলিশ সম্ভবত কাউকে অনুসরণ করে দৌড়াচ্ছে। আবার কেউ কেউ উকিলের সেরেস্তা, এদিক ওদিক সমস্ত জায়গাগুলো খুঁজে বেড়াচ্ছে। তারপর দেখা গেল বেশ কয়েক জন পুলিশ আলিপুর কোর্টের বাইরে ট্রাম লাইন ধরে দৌড়াচ্ছে।পাবলিক হাঁ করে তাকিয়ে দেখছে, হচ্ছে টা কী!
অন্ততপক্ষে ঘন্টাখানেক বাদে আদালত চত্বরে জনে জনে খবর ছড়িয়ে যায় আসামি পালিয়েছে। জানা গেল, ক্যানিং থানা তাদের একটি পুরানো ডাকাতি মামলায় নিজাম ঢালী নামে এক ডাকাতকে গ্রেফতার করেছিল। নিজামকে গত শনিবার গ্রেফতার করে রবিবার নিম্ন আদালতে তোলে পুলিশ। এরপর তাকে আলিপুর 14 ADJ কোর্টে তোলার কথা ছিল। সেই হিসাবে বারুইপুর সংশোধনাগার থেকে পুলিশ তাকে আলিপুর জজ কোর্ট লকআপে এনেছিল।
advertisement
advertisement
জেলের গাড়িতে করে নিজাম সহ আরও বেশ কয়েকজন আসামিকে আদালতের হাজতে ঢোকানোর পথেই, কোনো ভাবে হাত ছিটকে নিজাম পালিয়ে যায়। এতটাই জোরে দৌড়ে পালায় যে, তাকে কর্তব্যরত পুলিশেরা কোনও ভাবে ধরতে পারেনি। সেই সময় আলিপুর জজ কোর্টে আইনজীবী থেকে আরম্ভ করে পুলিশ থিক থিক করছিল।তার মধ্যে আসামি পালিয়ে যাওয়ার বিষয়ে, যথেষ্ট প্রশ্ন উঠছে কর্তব্যরত পুলিশের গাফিলতি নিয়ে।
advertisement
নিজাম ঢালির বাড়ি ক্যানিং থানার আমলা বেড়িয়ার, ঢালি পাড়াতে। শুধু ডাকাতি নয় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এই নিজাম।বেশ কয়েকটি থানাতে তার নামে মামলা রয়েছে। ক্যানিং থানার একটি ডাকাতি মামলায় সে দীর্ঘদিনের আসামী ছিল। সেই মামলার ইতিমধ্যে বিচার চলছে। যার মধ্যেই নিজাম পুলিশের হাতে ধরা পড়ে যায় শনিবার রাতে। এখনও পর্যন্ত নিজাম ঢালী ধরা পড়েনি। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি ওই ডাকাত যেভাবে দৌড়াচ্ছিল তার থেকে কমপক্ষে ২০০ মিটার পেছনে ছিল পুলিশ। ট্রাম লাইন ধরে দৌড়ে পালিয়ে যায় নিজাম। যদি দৌড়ের ট্রফির প্রতিযোগিতা হত, তাহলে সেই ট্রফিটা নিজামের ভাগ্যেই জুটত বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News: আসামির সঙ্গে পুলিশের দৌড়, আসামি প্রথম আর পুলিশ দ্বিতীয়! আদালতে এ কী কাণ্ড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement