কলকাতায় এশিয়ার বৃহত্তম ‘আন্ডারগ্রাউন্ড মেট্রো’ স্টেশনের উদ্বোধনে মোদি, কী কী থাকছে এই মেট্রো স্টেশনে? জেনে নিন

Last Updated:

দিল্লি, মুম্বই, লখনউ-এর মতোই এবার কলকাতা বিমানবন্দরে পৌঁছে যাওয়া যাবে মেট্রোয়।

কলকাতায় এশিয়ার বৃহত্তম ‘আন্ডারগ্রাউন্ড মেট্রো’ স্টেশনের উদ্বোধনে মোদি
কলকাতায় এশিয়ার বৃহত্তম ‘আন্ডারগ্রাউন্ড মেট্রো’ স্টেশনের উদ্বোধনে মোদি
আবীর ঘোষাল, কলকাতা: মাটি থেকে প্রায় ১৪ মিটার নীচে মেট্রো স্টেশনটি তৈরি করা হয়েছে। সেখানে তৈরি করা হয়েছে ৫টি প্ল্যাটফর্ম। যেগুলি এক একটি ১৮০ মিটার লম্বা। মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, নোয়াপাড়া থেকে বারাসত (ইয়েলো লাইন) মেট্রো প্রকল্পের দৈর্ঘ্য হচ্ছে ১৮.১৩ কিমি। এই করিডরে ১২.৭৭ কিমি অংশ মাটির নীচ দিয়ে যাবে। বাকি ৫.৩৬ কিমি অংশ উপর দিয়ে যাবে।
এই প্রকল্পের মধ্যে নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত প্রায় ৭.০৪ কিমি অংশের কাজ শেষ।ইতিমধ্যেই নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট (২.৮৪ কিমি) অংশে পরিদর্শনের পর কমিশনার অফ রেলওয়ে সেফটি ছাড়পত্র দিয়ে রেখেছিলেন। বাকি দমদম ক্যান্টনমেন্ট থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশন (৪.২০ কিমি) অংশে গত সপ্তাহে কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শন করে ছাড়পত্র দিয়েছেন।
advertisement
advertisement
advertisement
পরিদর্শনের পরই নোয়াপাড়া থেকে ভায়া দমদম ক্যান্টনমেন্ট হয়ে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো চাকা গড়াবে। মোট ৫টি প্ল্যাটফর্মের মধ্যে ১ এবং ২ নম্বর প্ল্যাটফর্ম চালু করা হচ্ছে। নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত সম্পূর্ণ মেট্রো পরিষেবা শুরু হয়ে গেলে ৩, ৪ এবং ৫ নম্বর প্ল্যাটফর্মের পরিষেবার চালু করে দেওয়া হবে। মোট ৫টি গেট থাকছে এই জয় হিন্দ মেট্রো স্টেশনে। যার মধ্যে ১ নম্বর প্রবেশদ্বারটি একেবারেই বিমানবন্দরের গেটের মুখে থাকছে। ২ নম্বর গেট থাকছে ট্যাক্সি পার্কিং স্ট্যান্ডের কাছে।
advertisement
৫ নম্বর গেটটি যশোর রোডের একদম কাছে থাকছে। যাতে বাস থেকে নেমেই সাবওয়ে ব্যবহার করে মেট্রোতে পৌঁছে যেতে পারেন সাধারণ মানুষ। ৩ এবং ৪ নম্বর গেট থাকছে আড়াই নম্বর গেট এবং পুলিশ ব্যারাকের অংশের দিকে। জয় হিন্দ মেট্রো স্টেশনে থাকছে ৬টি সিঁড়ি, ৬টি লিফট এবং ৯টি চলমান সিঁড়ি বা এসক্যালেটর। বিমানবন্দরের দিকে যে সাবওয়ে, সেখানে থাকছে ৩টি সিঁড়ি, ৪টি লিফট, ৬টি এসক্যালেটর। যশোর রোডের দিকে থাকা সাবওয়েতে থাকছে ২টি সিঁড়ি, ২টি লিফট, ৩টি এসক্যালেটর। বিমানবন্দরের দিকে থাকছে ৩৩০ মিটার লম্বা এবং ১১ মিটার চওড়া সাবওয়ে যশোর রোডের দিকে সাবওয়ে ২৭০ মিটার লম্বা এবং ১৩ মিটার চওড়া। বৃহৎ এই মেট্রো স্টেশন ছাড়াও তৈরি করা হচ্ছে ৪৮ মিটার ইয়ার্ড। যা দেশের মধ্যে বৃহত্তম। থাকছে ৭টি লাইন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতায় এশিয়ার বৃহত্তম ‘আন্ডারগ্রাউন্ড মেট্রো’ স্টেশনের উদ্বোধনে মোদি, কী কী থাকছে এই মেট্রো স্টেশনে? জেনে নিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement