Kolkata Airport Udaan Yatri Cafe: বিমান যাত্রীদের জন্য দারুণ খবর! এবার ১০ টাকাতেও চা-কফি মিলবে কলকাতা বিমানবন্দরে, চালু হল ‘উড়ান যাত্রী ক্যাফে’

Last Updated:

বিমানবন্দরে দাম বৃদ্ধির প্রসঙ্গে সংসদে বারবার সরব হয়েছেন আপ সাংসদ রাঘব চাড্ডা।

১০ টাকাতেও বিমানবন্দরে পাবেন চা-কফি
১০ টাকাতেও বিমানবন্দরে পাবেন চা-কফি
আবীর ঘোষাল, কলকাতা: বিমানবন্দরে চা, কফির দাম নিয়ে বিস্তর অভিযোগ যাত্রীদের৷ এক কাপ চা বা কফির দাম, অন্তত পাঁচ বা ছয় গুণ বেশি ৷ সকল যাত্রীদের পক্ষে তা কিনে পান করা সম্ভব নয় ৷ যা নিয়ে একাধিকবার একাধিক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় বারবার সরব হয়েছেন। এবার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের উদ্যোগে বিমানবন্দরে চালু হল সস্তার উড়ান ক্যাফে।
অসামরিক বিমান পরিবহন মন্ত্রক একটি পাইলট প্রকল্প হিসাবে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ‘উড়ান যাত্রী ক্যাফে’ চালু করার ঘোষণা করেছে। এই প্রজেক্টটি সফল হলে বিমানবন্দর কর্তৃপক্ষ (AAI) পরিচালিত অন্যান্য বিমানবন্দরগুলিতেও জারি করা হবে।
advertisement
advertisement
এই দাম প্রসঙ্গে সংসদে রাঘব চাড্ডা বলেছিলেন, ‘‘এমনিতেই বিমানের ভাড়া আকাশছোঁয়া, এরপর সেখানে জলের বোতলের দাম ১০০ টাকা, চায়ের দাম ২০০ থেকে ২৫০ টাকা। সরকার কি বিমানবন্দরে সাশ্রয়ী মূল্যের ক্যান্টিন স্থাপন করতে পারে না?’’ এর পাশাপাশি বিমানবন্দরগুলির দুর্বল ব্যবস্থাপনারও সমালোচনা করেছিলেন তিনি।
advertisement
সোশ্যাল মিডিয়ায় রাঘবের এই বক্তব্য ভাইরালও হয়েছিল। বিমানবন্দরে অতিরিক্ত মূল্যের খাবার এবং পানীয়ের বিষয়টি সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন উত্থাপন করেছিলেন রাঘব। এরপর জানা যায় যে কলকাতা বিমানবন্দরে প্রথম উড়ান যাত্রী ক্যাফে চালু করা হয়েছে। যেখানে সাশ্রয়ী মূল্যে জল, চা এবং জলখাবার দেওয়া হবে।
advertisement
কলকাতা বিমানবন্দরে ১০ টাকাতেই মিলবে চা। সস্তা দরে মিলবে মুখরোচক কিছু খাবারও। এর নেপথ্যে অবশ্য রয়েছেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডার সাম্প্রতিক মন্তব্য। দিন কয়েক আগে সংসদে সুর চড়িয়েছিলেন আপ-সাংসদ। তিনি বলেছিলেন কেন্দ্রীয় সরকারের উচিত সাশ্রয়ী মূল্যের উড়ান যাত্রী ক্যাফে চালু করার। এই প্রজেক্টটি সরকারের তরফে করাই ছিল, কিন্তু তা চালু কোথায় কেন হয়নি তা নিয়ে প্রশ্নও তুলেছিলেন তিনি। বিমানবন্দরে জিনিসপত্র থেকে খাবার-পানীয়, হাত ঠেকালেই যেন ছ্যাঁকা খেতে হয়! রেলে টিকিটের সমস্যার মুখে না পড়ে, সময় বাঁচাতে বিমানে যাতায়াতকেই ভরসা করে থাকেন অনেকে। রেল স্টেশনে সাধ্যর মধ্যে খাবার-পানীয় মিললেও বিমানবন্দরে আগুনে সেই সব পণ্যের দাম। সবসময় লাউঞ্জ অ্যাক্সেস করে খাওয়ার সুযোগও সবার কাছে থাকে না।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Airport Udaan Yatri Cafe: বিমান যাত্রীদের জন্য দারুণ খবর! এবার ১০ টাকাতেও চা-কফি মিলবে কলকাতা বিমানবন্দরে, চালু হল ‘উড়ান যাত্রী ক্যাফে’
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement