‘পুষ্পা ২’-এর পর এই ছবির জন্য অপেক্ষা করছে গোটা দেশ, ২০২২-এ ইতিহাস গড়েছিল, ২০২৫-এ রাজত্ব করবে?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Kantara- Chapter 1: হাতে আর মাত্র কটা দিন। তারপরই নতুন বছর। অনেক আশা-আকাঙ্খা নিয়ে ২০২৫-এর দিকে তাকিয়ে রয়েছে আমজনতা। বিনোদনের দুনিয়াতেও একই ছবি। নতুন বছরে নতুন কী ধামাকা নিয়ে আসতে চলেছে এখন তারই অপেক্ষা।
হাতে আর মাত্র কটা দিন। তারপরই নতুন বছর। অনেক আশা-আকাঙ্খা নিয়ে ২০২৫-এর দিকে তাকিয়ে রয়েছে আমজনতা। বিনোদনের দুনিয়াতেও একই ছবি। নতুন বছরে নতুন কী ধামাকা নিয়ে আসতে চলেছে এখন তারই অপেক্ষা। বছর শেষ হচ্ছে ‘পুষ্পা ২’ দিয়ে। দেশজুড়ে হইচই ফেলে দিয়েছে অল্লু অর্জুনের এই ছবি। আর নতুন বছরে সবার নজর থাকবে ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর দিকে। হ্যাঁ, এই ছবিই ২০২৫-এর সবচেয়ে প্রতীক্ষিত ছবি হয়ে উঠতে চলেছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ভারতীয় সিনেমায় ‘কান্তারা’ এক মাইলস্টোন। এক ইতিহাসের নাম। ন্যাশনাল অ্যাওয়ার্ডও জেতে। বেস্ট পপুলার ফিল্ম হয়। ঋষভ শেট্টিও অসাধারন অভিনয়ের জন্য ৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পান। ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এ দেখা যাবে কদম্ব বংশের ইতিহাস। কর্ণাটকের একটা বড় অংশের শাসক ছিলেন কদম্বরা। তাঁদের আমলে সংস্কৃতি এবং স্থাপত্য প্রাণ পেয়েছিল। কদম্ব শাসকদের সময়কালকে ভারতীয় ইতিহাসের স্বর্ণযুগ হিসেবেও বিবেচনা করা হয়।
advertisement