‘পুষ্পা ২’-এর পর এই ছবির জন্য অপেক্ষা করছে গোটা দেশ, ২০২২-এ ইতিহাস গড়েছিল, ২০২৫-এ রাজত্ব করবে?

Last Updated:
Kantara- Chapter 1: হাতে আর মাত্র কটা দিন। তারপরই নতুন বছর। অনেক আশা-আকাঙ্খা নিয়ে ২০২৫-এর দিকে তাকিয়ে রয়েছে আমজনতা। বিনোদনের দুনিয়াতেও একই ছবি। নতুন বছরে নতুন কী ধামাকা নিয়ে আসতে চলেছে এখন তারই অপেক্ষা।
1/8
হাতে আর মাত্র কটা দিন। তারপরই নতুন বছর। অনেক আশা-আকাঙ্খা নিয়ে ২০২৫-এর দিকে তাকিয়ে রয়েছে আমজনতা। বিনোদনের দুনিয়াতেও একই ছবি। নতুন বছরে নতুন কী ধামাকা নিয়ে আসতে চলেছে এখন তারই অপেক্ষা। বছর শেষ হচ্ছে ‘পুষ্পা ২’ দিয়ে। দেশজুড়ে হইচই ফেলে দিয়েছে অল্লু অর্জুনের এই ছবি। আর নতুন বছরে সবার নজর থাকবে ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর দিকে। হ্যাঁ, এই ছবিই ২০২৫-এর সবচেয়ে প্রতীক্ষিত ছবি হয়ে উঠতে চলেছে।
হাতে আর মাত্র কটা দিন। তারপরই নতুন বছর। অনেক আশা-আকাঙ্খা নিয়ে ২০২৫-এর দিকে তাকিয়ে রয়েছে আমজনতা। বিনোদনের দুনিয়াতেও একই ছবি। নতুন বছরে নতুন কী ধামাকা নিয়ে আসতে চলেছে এখন তারই অপেক্ষা। বছর শেষ হচ্ছে ‘পুষ্পা ২’ দিয়ে। দেশজুড়ে হইচই ফেলে দিয়েছে অল্লু অর্জুনের এই ছবি। আর নতুন বছরে সবার নজর থাকবে ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর দিকে। হ্যাঁ, এই ছবিই ২০২৫-এর সবচেয়ে প্রতীক্ষিত ছবি হয়ে উঠতে চলেছে।
advertisement
2/8
২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘কান্তারা’। এই ছবি তারই প্রিক্যুয়েল। ‘কান্তারা’ সুপার ডুপার হিট হয়। কাঁপিয়ে দেয় বক্সঅফিস। স্বাভাবিকভাবেই তাই ‘কান্তারা: চ্যাপ্টার ১’ নিয়ে সিনেপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। আশা-আকাঙ্খাও বেশি।
২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘কান্তারা’। এই ছবি তারই প্রিক্যুয়েল। ‘কান্তারা’ সুপার ডুপার হিট হয়। কাঁপিয়ে দেয় বক্সঅফিস। স্বাভাবিকভাবেই তাই ‘কান্তারা: চ্যাপ্টার ১’ নিয়ে সিনেপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। আশা-আকাঙ্খাও বেশি।
advertisement
3/8
প্যান ইন্ডিয়া ছবির যুগ শুরু হয়েছিল ‘বাহুবলী’-এর হাত ধরে। ভাষায় সীমানা টপকে গোটা দেশ মগ্ন হয়ে গিয়েছিল মাহেষ্মতীর রাজনীতিতে। এরপর এল ‘কেজিএফ’। যশের হাত ধরে প্যান ইন্ডিয়া ছবি পৌঁছে গেল নতুন উচ্চতায়। সিনেপ্রেমীদের এমন উন্মাদনা আগে কখনও দেখা যায়নি।
প্যান ইন্ডিয়া ছবির যুগ শুরু হয়েছিল ‘বাহুবলী’-এর হাত ধরে। ভাষায় সীমানা টপকে গোটা দেশ মগ্ন হয়ে গিয়েছিল মাহেষ্মতীর রাজনীতিতে। এরপর এল ‘কেজিএফ’। যশের হাত ধরে প্যান ইন্ডিয়া ছবি পৌঁছে গেল নতুন উচ্চতায়। সিনেপ্রেমীদের এমন উন্মাদনা আগে কখনও দেখা যায়নি।
advertisement
4/8
এরপর রূপালি পর্দায় পা রাখল ‘পুষ্পা: দ্য রাইজ’। যেন ভিনি, ভিডি, ভিসি। এলেন, দেখলেন, জয় করলেন অল্লু অর্জুন। এর পিঠোপিঠিই মুক্তি পায় ‘কান্তারা’। ২০২২ সালে বক্স অফিসের অনেক রেকর্ড ভেঙে দেয় এই ছবি। সবচেয়ে বেশি আয় করা ষষ্ঠ ভারতীয় সিনেমাও হয়ে ওঠে ‘কান্তারা’।
এরপর রূপালি পর্দায় পা রাখল ‘পুষ্পা: দ্য রাইজ’। যেন ভিনি, ভিডি, ভিসি। এলেন, দেখলেন, জয় করলেন অল্লু অর্জুন। এর পিঠোপিঠিই মুক্তি পায় ‘কান্তারা’। ২০২২ সালে বক্স অফিসের অনেক রেকর্ড ভেঙে দেয় এই ছবি। সবচেয়ে বেশি আয় করা ষষ্ঠ ভারতীয় সিনেমাও হয়ে ওঠে ‘কান্তারা’।
advertisement
5/8
‘বাহুবলী, ‘কেজিএফ’, ‘পুষ্পা’ প্রতিটা প্যান ইন্ডিয়া ছবিরই সেকেন্ড পার্ট এসেছে। সফলও হয়েছে। এবার ‘কান্তারা’-এর পালা। ২০২২ সালে মুক্তির সময় ‘কান্তারা’ যে এমন হিট হবে, অনেকেই ভাবতে পারেননি। কিন্তু এর গল্প মানুষের মন ছুঁয়ে যায়।
‘বাহুবলী, ‘কেজিএফ’, ‘পুষ্পা’ প্রতিটা প্যান ইন্ডিয়া ছবিরই সেকেন্ড পার্ট এসেছে। সফলও হয়েছে। এবার ‘কান্তারা’-এর পালা। ২০২২ সালে মুক্তির সময় ‘কান্তারা’ যে এমন হিট হবে, অনেকেই ভাবতে পারেননি। কিন্তু এর গল্প মানুষের মন ছুঁয়ে যায়।
advertisement
6/8
ভারতীয় সমাজের ছবি উঠেছিল ‘কান্তারা’-য়। দেশের সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতির জয়গান ছিল ছবির মূল উপজীব্য। দর্শকরাও ছবির সঙ্গে আত্মিক যোগ অনুভব করেছিলেন। সিনেম্যাটিক নৈপুণ্যেও কামাল দেখিয়েছিলেন পরিচালক।
ভারতীয় সমাজের ছবি উঠেছিল ‘কান্তারা’-য়। দেশের সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতির জয়গান ছিল ছবির মূল উপজীব্য। দর্শকরাও ছবির সঙ্গে আত্মিক যোগ অনুভব করেছিলেন। সিনেম্যাটিক নৈপুণ্যেও কামাল দেখিয়েছিলেন পরিচালক।
advertisement
7/8
ভারতীয় সিনেমায় ‘কান্তারা’ এক মাইলস্টোন। এক ইতিহাসের নাম। ন্যাশনাল অ্যাওয়ার্ডও জেতে। বেস্ট পপুলার ফিল্ম হয়। ঋষভ শেট্টিও অসাধারন অভিনয়ের জন্য ৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পান। ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এ দেখা যাবে কদম্ব বংশের ইতিহাস। কর্ণাটকের একটা বড় অংশের শাসক ছিলেন কদম্বরা। তাঁদের আমলে সংস্কৃতি এবং স্থাপত্য প্রাণ পেয়েছিল। কদম্ব শাসকদের সময়কালকে ভারতীয় ইতিহাসের স্বর্ণযুগ হিসেবেও বিবেচনা করা হয়।
ভারতীয় সিনেমায় ‘কান্তারা’ এক মাইলস্টোন। এক ইতিহাসের নাম। ন্যাশনাল অ্যাওয়ার্ডও জেতে। বেস্ট পপুলার ফিল্ম হয়। ঋষভ শেট্টিও অসাধারন অভিনয়ের জন্য ৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পান। ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এ দেখা যাবে কদম্ব বংশের ইতিহাস। কর্ণাটকের একটা বড় অংশের শাসক ছিলেন কদম্বরা। তাঁদের আমলে সংস্কৃতি এবং স্থাপত্য প্রাণ পেয়েছিল। কদম্ব শাসকদের সময়কালকে ভারতীয় ইতিহাসের স্বর্ণযুগ হিসেবেও বিবেচনা করা হয়।
advertisement
8/8
এই ছবির জন্য কালারিপাট্টু শিখেছেন ঋষভ শেট্টি। বিশ্বের সবচেয়ে পুরনো মার্শাল আর্ট এটাই। কালারিপাট্টুর উদ্ভব হয়েছিল কেরলে। এক বছর ধরে এই আর্ট শিখেছেন অভিনেতা। এটাই ২০২৫-এ মুক্তি পেতে চলা ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে।
এই ছবির জন্য কালারিপাট্টু শিখেছেন ঋষভ শেট্টি। বিশ্বের সবচেয়ে পুরনো মার্শাল আর্ট এটাই। কালারিপাট্টুর উদ্ভব হয়েছিল কেরলে। এক বছর ধরে এই আর্ট শিখেছেন অভিনেতা। এটাই ২০২৫-এ মুক্তি পেতে চলা ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে।
advertisement
advertisement
advertisement