Horoscope 2025: সামনেই তো বর্ষবরণ, রাশিচক্রের সমস্ত রাশির কেমন যাবে ২০২৫ সালটা? শুনে নিন জ্যোতিষীর কাছ থেকে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Horoscope 2025 Yearly Forecast for All Zodiac Signs: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই আসছে নতুন বছর। আর আসন্ন এই বছরটা কোন রাশির কেমন কাটতে চলেছে, সেই বিষয়েই কলম ধরেছেন বিখ্যাত জ্যোতিষী বেজান দারুওয়ালার পুত্র প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা।
আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই আসছে নতুন বছর। আর আসন্ন এই বছরটা কোন রাশির কেমন কাটতে চলেছে, সেই বিষয়েই কলম ধরেছেন বিখ্যাত জ্যোতিষী বেজান দারুওয়ালার পুত্র প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা। বছরের শুরুতেই আগামী ৪ জানুয়ারি ২০২৫ তারিখে ধনু রাশিতে গোচর করতে চলেছেন বুধ। এরপর ২৯ ডিসেম্বর একই রাশিতে অন্য একটি গোচর সম্পন্ন করবেন এই গ্রহ। সারা বছর ধরে হওয়া গ্রহের একাধিক গোচর রাশিচক্রের প্রত্যেকটি রাশির উপরেই প্রভাব ফেলবে। উদাহরণস্বরূপ, জানুয়ারিতে শুক্র প্রবেশ করবে মীন রাশিতে, আবার শনি এবং মঙ্গল গোচর করবেন যথাক্রমে মীন এবং কর্কট রাশিতে। যা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রের উপর প্রভাব ফেলবে। ফলে রাশিচক্রের সমস্ত রাশির আগামী বছরটা কেমন যাবে, সেটাই দেখে নেওয়া যাক। আগামী বছর বা ২০২৫ সালের ভবিষ্যদ্বাণী থেকে জানা যাচ্ছে যে, কিছু কিছু রাশির জন্য বছরটা ফলদায়ক হবে, তো কোনও কোনও রাশি আবার চ্যালেঞ্জের সম্মুখীন হবে। উল্লেখ্যযোগ্য ভাবে বলা যায় যে, মেষ, বৃষ এবং সিংহ রাশির জীবনে ঘটবে ইতিবাচক ঘটনা। আর অন্য রাশিগুলির জীবনে থাকবে উত্থান-পতন। চিরাগ দারুওয়ালার পরামর্শ, “কোনও পরিস্থিতিই স্থায়ী নয়। ধৈর্য এবং মানিয়ে নেওয়ার ক্ষমতাই হল সব কিছুর চাবিকাঠি।”
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement