Accident: সজোরে ধাক্কা, ছিটকে গেল বাইক চালক! মর্মান্তিক দুর্ঘটনায় কলকাতায় মৃত ১, আশঙ্কাজনক ১
- Reported by:Rounak Dutta Chowdhury
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Kolkata Bike Accident: গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা। ওয়াটগঞ্জের কার্ল মার্ক্স সরনীতে লরির সঙ্গে ধাক্কা বাইকের। দুর্ঘটনায় মৃত্যু বাইক চালকের।
কলকাতা: গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা। ওয়াটগঞ্জের কার্ল মার্ক্স সরনীতে লরির সঙ্গে ধাক্কা বাইকের। দুর্ঘটনায় মৃত্যু বাইক চালকের। অন্য এক ব্যক্তিকে গুরুতরভাবে জখম অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম মহম্মদ শাহনওয়াজ আলম। ইতিমধ্যে লরিটি আটক করেছে ওয়াটগঞ্জ থানার পুলিশ।
সূত্রের খবর, ঘটনাস্থল থেকে পলাতক লরির চালক। পলাতক চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার সিসিটিভি ক্যামেরাও খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কী ঘটেছিল রাতে। সূত্রের খবর, বেপোরোয়া গতির ওই লরি ধাক্কা মারে বাইকটিকে। ছিটকে পড়ে মৃত্যু হয় চালকের।
advertisement
advertisement
প্রসঙ্গত, শহরে প্রায় সপ্তাহখানেক আগেই একটি বাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাইক চালক। বাসন্তীতে বাইক এবং চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় বাইক চালকের। রবিবার বারুইপুর থেকে ডাক্তার দেখিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে ফিরছিলেন প্রশান্ত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 09, 2024 4:27 PM IST







