KMC Elections 2021 Polling Percentage: পাঁচটা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৬৪ শতাংশ, ২০১৫-কেও ছাপিয়ে যাবে ২০২১?

Last Updated:

এ দিন সকালে অবশ্য ভোট দানের হার ছিল যথেষ্ট কম৷ সকাল ৯টা পর্যন্ত ভোট দানের হার ছিল মাত্র ৯.০৯ শতাংশ (KMC Elections 2021 Polling Percentage)৷

বুথের বাইরে লম্বা লাইন৷  ছবি: কমলিকা সেনগুপ্ত
বুথের বাইরে লম্বা লাইন৷ ছবি: কমলিকা সেনগুপ্ত
#কলকাতা: সকালে শুরুটা হয়েছিল ধীর গতিতে৷ শেষ পর্যন্ত অবশ্য দিনের শেষে কলকাতা পুরসভা নির্বাচনে ভোট দানের হার ৬০ শতাংশ ছাড়িয়ে গেল (KMC Elections 2021 Polling Percentage)৷ বিকেল পাঁচটা পর্যন্ত কলকাতায় ভোট পড়েছে ৬৩.৭৪ শতাংশ৷ বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও ভোট দানের হার আরও কিছুটা বাড়বে৷ কলকাতায় পুরভোটের নিরিখে ভোট দানের এই হার যথেষ্টই বেশি বলে মেনে নিচ্ছেন রাজ্য নির্বাচন কমিশনের কর্তারা (State Election Commission)৷
২০১৫ সালে কলকাতা পুরসভা নির্বাচনে (KMC Elections) ভোট পড়েছিল ৬৮.৫৬ শতাংশ৷ কমিশনের কর্তারা মনে করছেন, সর্বশেষ তথ্য এলে এবারের ভোট দানের হার ২০১৫ সালকেও ছাপিয়ে যেতে পারে৷ যদি তা নাও হয়, তাহলেও এই হার যথেষ্টই উল্লেখযোগ্য বলে মনে করছেন রাজ্য নির্বাচন কমিশনের কর্তারা৷
advertisement
advertisement
এ দিন সকালে অবশ্য ভোট দানের হার ছিল যথেষ্ট কম৷ সকাল ৯টা পর্যন্ত ভোট দানের হার ছিল মাত্র ৯.০৯ শতাংশ৷ বেলা এগারোটাতেও ভোট পড়েছিল ১৯ শতাংশের মতো৷ কমিশনের যুক্তি ছিল, যেহেতু শীতকালে ভোট হচ্ছে, তাই সকালের দিকে মানুষ সেভাবে বুথমুখী হননি৷ বেলা বাড়তে তাই ভোট দানের হার বেড়েছে৷
advertisement
কলকাতা পুরসভার পনেরোটি বরোর মধ্যে সবথেকে বেশি ভোট পড়েছে ১৩ নম্বর বরোতে৷ এই বরোতে ভোটদানের হার ৭৫ শতাংশের আশেপাশে রয়েছে বলে কমিশন সূত্রে খবর৷ সম্পূর্ণ তথ্য এলে এই হার আরও বাড়ার কথা৷ মূলত বেহালা, হরিদেবপুর এলাকা নিয়েই ১৩ নম্বর বরো৷ যা শাসক দলের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত৷
এ দিন সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি বাদ দিয়ে মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে কলকাতা পুরসভা নির্বাচন৷ বিরোধীদের অভিযোগ, বিভিন্ন জায়গায় বিরোধীদের ভয় দেখিয়ে ভোট করিয়েছে শাসক দল৷ যদিও উৎসবের মেজাজে ভোট হয়েছে বলেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC Elections 2021 Polling Percentage: পাঁচটা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৬৪ শতাংশ, ২০১৫-কেও ছাপিয়ে যাবে ২০২১?
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement