KMC Elections 2021 Polling Percentage: পাঁচটা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৬৪ শতাংশ, ২০১৫-কেও ছাপিয়ে যাবে ২০২১?

Last Updated:

এ দিন সকালে অবশ্য ভোট দানের হার ছিল যথেষ্ট কম৷ সকাল ৯টা পর্যন্ত ভোট দানের হার ছিল মাত্র ৯.০৯ শতাংশ (KMC Elections 2021 Polling Percentage)৷

বুথের বাইরে লম্বা লাইন৷  ছবি: কমলিকা সেনগুপ্ত
বুথের বাইরে লম্বা লাইন৷ ছবি: কমলিকা সেনগুপ্ত
#কলকাতা: সকালে শুরুটা হয়েছিল ধীর গতিতে৷ শেষ পর্যন্ত অবশ্য দিনের শেষে কলকাতা পুরসভা নির্বাচনে ভোট দানের হার ৬০ শতাংশ ছাড়িয়ে গেল (KMC Elections 2021 Polling Percentage)৷ বিকেল পাঁচটা পর্যন্ত কলকাতায় ভোট পড়েছে ৬৩.৭৪ শতাংশ৷ বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও ভোট দানের হার আরও কিছুটা বাড়বে৷ কলকাতায় পুরভোটের নিরিখে ভোট দানের এই হার যথেষ্টই বেশি বলে মেনে নিচ্ছেন রাজ্য নির্বাচন কমিশনের কর্তারা (State Election Commission)৷
২০১৫ সালে কলকাতা পুরসভা নির্বাচনে (KMC Elections) ভোট পড়েছিল ৬৮.৫৬ শতাংশ৷ কমিশনের কর্তারা মনে করছেন, সর্বশেষ তথ্য এলে এবারের ভোট দানের হার ২০১৫ সালকেও ছাপিয়ে যেতে পারে৷ যদি তা নাও হয়, তাহলেও এই হার যথেষ্টই উল্লেখযোগ্য বলে মনে করছেন রাজ্য নির্বাচন কমিশনের কর্তারা৷
advertisement
advertisement
এ দিন সকালে অবশ্য ভোট দানের হার ছিল যথেষ্ট কম৷ সকাল ৯টা পর্যন্ত ভোট দানের হার ছিল মাত্র ৯.০৯ শতাংশ৷ বেলা এগারোটাতেও ভোট পড়েছিল ১৯ শতাংশের মতো৷ কমিশনের যুক্তি ছিল, যেহেতু শীতকালে ভোট হচ্ছে, তাই সকালের দিকে মানুষ সেভাবে বুথমুখী হননি৷ বেলা বাড়তে তাই ভোট দানের হার বেড়েছে৷
advertisement
কলকাতা পুরসভার পনেরোটি বরোর মধ্যে সবথেকে বেশি ভোট পড়েছে ১৩ নম্বর বরোতে৷ এই বরোতে ভোটদানের হার ৭৫ শতাংশের আশেপাশে রয়েছে বলে কমিশন সূত্রে খবর৷ সম্পূর্ণ তথ্য এলে এই হার আরও বাড়ার কথা৷ মূলত বেহালা, হরিদেবপুর এলাকা নিয়েই ১৩ নম্বর বরো৷ যা শাসক দলের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত৷
এ দিন সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি বাদ দিয়ে মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে কলকাতা পুরসভা নির্বাচন৷ বিরোধীদের অভিযোগ, বিভিন্ন জায়গায় বিরোধীদের ভয় দেখিয়ে ভোট করিয়েছে শাসক দল৷ যদিও উৎসবের মেজাজে ভোট হয়েছে বলেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC Elections 2021 Polling Percentage: পাঁচটা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৬৪ শতাংশ, ২০১৫-কেও ছাপিয়ে যাবে ২০২১?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement