এই বর্ষায় মেনুতে ঢাকাই মাংস খিচুড়ি, বেগুন ভাজা, চটপট করে ফেলুন অর্ডার !

Last Updated:

Khichdi in Monsoon Menu: ঘরে বসেই পেয়ে যাবেন জিভে জল আনা খিচুড়ির প্লেট। 

এই বর্ষায় মেনুতে ঢাকাই মাংস খিচুড়ি, বেগুন ভাজা! চটপট করে ফেলুন অর্ডার
এই বর্ষায় মেনুতে ঢাকাই মাংস খিচুড়ি, বেগুন ভাজা! চটপট করে ফেলুন অর্ডার
আবীর ঘোষাল, কলকাতা: বাঙালির যে কোনও উৎসবে রাজ্য পঞ্চায়েত দফতরের উদ্যোগে স্পেশ্যাল মেনুর আয়োজন করা হচ্ছে। ব্যতিক্রম নয় বৃষ্টির আমেজ। বর্ষার আমেজে আজ থেকে আগামী কয়েকদিন পর্যন্ত ঘরে বসে পেয়ে যাবেন বৃষ্টির সময়ের সুস্বাদু খাবার। ফ্রি হোম ডেলিভারি মারফত মিলবে খিচুড়ি (Khichdi in Monsoon Menu) ।
মাত্র ১৪০ টাকা খরচ করলেই মিলবে সুস্বাদু এই লাঞ্চ। দুর্গাপুজোর ভোগ থেকে দীপাবলি বা ভাইফোঁটার থালি। রথ উৎসবে পুরীর মতোই ভোগের থালি থেকে নববর্ষের দিন কচি পাঁঠার মাংসের ঝোল। সব ধরণের মানুষের জন্যেই, ভিন্ন স্বাদের খাবারের আয়োজন করে দিচ্ছে রাজ্য পঞ্চায়েত দফতরের অধীনস্থ কমপ্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন।
advertisement
advertisement
এ ক্ষেত্রে প্রতিটি লাঞ্চ প্যাকেটের মূল্য রাখা হয়েছে ১২০ টাকা। অনলাইনে কিংবা ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই লাঞ্চের প্যাকেটে থাকবে এক প্লেট খিচুড়ি, তার মধ্যে থাকবে এক পিস আলু, ছয় টুকরো করে বোনলেস চিকেন, এক পিস বেগুন ভাজা, আর সুস্বাদু আমের চাটনি । সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত অর্ডার দেওয়া যাবে। কলকাতা পুরসভা এলাকা ছাড়াও, বিধাননগর, বরাহনগর, দক্ষিণ দমদম পুরসভা এলাকায় এই পরিষেবা দেবে সিএডিসি কর্তৃপক্ষ। শনিবার থেকেই অর্ডার দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নম্বর চালু করে দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ নম্বরগুলি হল-- ৮১৭০৮৮৭৭৯৪, ৯৭৩৫৯২৯৪১৩ ও ৯১৬৩১২৩৫৫৬।
advertisement
আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর জানিয়েছে ঘূর্ণিঝড় অশনির জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। গতকাল সোমবার সকাল থেকেই বৃষ্টির তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। সেই উপলক্ষে আজ থেকে বুধবার পর্যন্ত কম খরচে সুস্বাদু লাঞ্চের আয়োজন করেছে রাজ্যের পঞ্চায়েত দফতর। তাদের চালু করা হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডার দিলেই দুপুরের খাবার পৌঁছে যাবে বাড়িতে। পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে এই আয়োজনের দায়িত্বে রয়েছে কমপ্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন ।
advertisement
দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘উৎসবে মানুষকে বাইরে বেরিয়ে খেতে যেতে হবে না। সব খাবার যাকে বলে একেবারে সুষম আহার। সবটাই আমরা তৈরি করে দিচ্ছি। পাশাপাশি বাড়িতে ফ্রি ডেলিভারি আমরা করে দিচ্ছি। তাই মানুষের চাহিদা বাড়ছে আমাদের মেনুর প্রতি। আর বর্ষায় প্রিয় খাবার হল খিচুড়ি। এই বর্ষণের মধ্যে ঘরে বসে সুস্বাদু ঢাকাই খিচুড়ির বিকল্প কিছুই নেই।"
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এই বর্ষায় মেনুতে ঢাকাই মাংস খিচুড়ি, বেগুন ভাজা, চটপট করে ফেলুন অর্ডার !
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement