Kaustav Bagchi: এবারও নামবে যোগদানের ঢল? শুভেন্দুর নেতৃত্বে কমিটি বিজেপির! পদ্মে কৌস্তভ
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
Kaustav Bagchi: লোকসভা নির্বাচনের আগে যোগদানের জন্য বিশেষ কমিটি তৈরি করেছে বিজেপি। কমিটির আহ্বায়ক পদে রয়েছেন শুভেন্দু অধিকারী।
কলকাতা: বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী, কংগ্রেস নেতা শঙ্কর বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা সিদ্ধার্থ মজুমদার এবং শিশুরোগ বিশেষজ্ঞ সৌমিত্র দত্ত। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠন করা হয়েছে যোগদানের জন্য বিশেষ কমিটি।
লোকসভা নির্বাচনের আগে যোগদানের জন্য বিশেষ কমিটি তৈরি করেছে বিজেপি। কমিটির আহ্বায়ক পদে রয়েছেন শুভেন্দু অধিকারী। হিমন্ত বিশ্ব শর্মা জাতীয় স্তরে যোগদানের বিষয়টি রয়েছেন। এর জন্য চার সদস্যের কমিটি করা হয়েছে।
advertisement
দুদিন আগেই কৌস্তভ বাগচী কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফার কথা জানিয়ে চিঠি পাঠান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং কংগ্রেসের হাইকমান্ড মল্লিকার্জুন খাড়গেকে। বেশ কয়েকদিন ধরেই কৌস্তভকে নিয়ে জল্পনা চলছিল। কংগ্রেস শিবির ছেড়ে তাহলে কি কৌস্তভ বিজেপিতে যোগদান করবেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল রাজনৈতিক মহলে। শেষমেষ পদ্ম ফুল শিবিরেই যোগদান করলেন কৌস্তভ।
advertisement
কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার পর কৌস্তভ বাগচী বিজেপিতে যোগদানের ইচ্ছে প্রকাশ করে পদ্ম শিবিরের কাছে আবেদন করে। কৌস্তভের সেই আবেদন রাজ্য বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠায়। সেখান থেকে সবুজ সঙ্কেত আসতেই আজ যোগদান করলেন কৌস্তভ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 29, 2024 7:08 PM IST