Kaustav Bagchi: এবারও নামবে যোগদানের ঢল? শুভেন্দুর নেতৃত্বে কমিটি বিজেপির! পদ্মে কৌস্তভ

Last Updated:

Kaustav Bagchi: লোকসভা নির্বাচনের আগে যোগদানের জন্য বিশেষ কমিটি তৈরি করেছে বিজেপি। কমিটির আহ্বায়ক পদে রয়েছেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর হাত ধরে বিজেপিতে কৌস্তভ
শুভেন্দুর হাত ধরে বিজেপিতে কৌস্তভ
কলকাতা: বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী, কংগ্রেস নেতা শঙ্কর বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা সিদ্ধার্থ মজুমদার এবং শিশুরোগ বিশেষজ্ঞ সৌমিত্র দত্ত। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠন করা হয়েছে যোগদানের জন্য বিশেষ কমিটি।
লোকসভা নির্বাচনের আগে যোগদানের জন্য বিশেষ কমিটি তৈরি করেছে বিজেপি। কমিটির আহ্বায়ক পদে রয়েছেন শুভেন্দু অধিকারী। হিমন্ত বিশ্ব শর্মা জাতীয় স্তরে যোগদানের বিষয়টি রয়েছেন। এর জন্য চার সদস্যের কমিটি করা হয়েছে।
advertisement
দুদিন আগেই কৌস্তভ বাগচী কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফার কথা জানিয়ে চিঠি পাঠান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং কংগ্রেসের হাইকমান্ড মল্লিকার্জুন খাড়গেকে। বেশ কয়েকদিন ধরেই কৌস্তভকে নিয়ে জল্পনা চলছিল। কংগ্রেস শিবির ছেড়ে তাহলে কি কৌস্তভ বিজেপিতে যোগদান করবেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল রাজনৈতিক মহলে। শেষমেষ পদ্ম ফুল শিবিরেই যোগদান করলেন কৌস্তভ।
advertisement
কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার পর কৌস্তভ বাগচী বিজেপিতে যোগদানের ইচ্ছে প্রকাশ করে পদ্ম শিবিরের কাছে আবেদন করে। কৌস্তভের সেই আবেদন রাজ্য বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠায়। সেখান থেকে সবুজ সঙ্কেত আসতেই আজ যোগদান করলেন কৌস্তভ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kaustav Bagchi: এবারও নামবে যোগদানের ঢল? শুভেন্দুর নেতৃত্বে কমিটি বিজেপির! পদ্মে কৌস্তভ
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement