Kanchanaa Moitra: ‘আপাতত বিদায়...’, BJP ছাড়লেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র! ফেসবুক পোস্ট দিয়ে আসল 'কারণ' ঘোষণা

Last Updated:

Kanchanaa Moitra ||Tollywood Actress:: পঞ্চায়েত ভোটের মুখে একের পর এক ভাঙন দেখা দিচ্ছে গেরুয়া শিবিরে। বিধায়ক সুমন কাঞ্জিলালের দলবদল নিয়ে চাপানউতোরের মাঝেই বিজেপি ছাড়লেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র।

বিজেপি ছাড়লেন কাঞ্চনা মৈত্র
বিজেপি ছাড়লেন কাঞ্চনা মৈত্র
কলকাতা: বেশ কিছুদিন যাবৎ তাঁর রাজনৈতিক দল অর্থাৎ বিজেপির সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিলেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। দলের কোনও কর্মসূচিতেই দেখা যাচ্ছিল না তাঁকে। সোমবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে হোয়াটসঅ্যাপ করে দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন অভিনেত্রী। পঞ্চায়েত ভোটের মুখে সুমন কাঞ্জিলালের মতো বিধায়কের দলত্যাগের পর এবার আরও এক ধাক্কা গেরুয়া শিবিরে।
পঞ্চায়েত ভোটের মুখে একের পর এক ভাঙন দেখা দিচ্ছে গেরুয়া শিবিরে। বিধায়ক সুমন কাঞ্জিলালের দলবদল নিয়ে চাপানউতোরের মাঝেই বিজেপি ছাড়লেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। জানা গিয়েছে, সোমবার দুপুরেই সুকান্ত মজমুদাকে দলত্যাগের কথা জানান তিনি। এরপর সোশ্যাল মিডিয়ায় দলত্যাগের বিষয়টি জানান।
advertisement
advertisement
কাঞ্চনা একটি ফেসবুক পোস্টে জানান, “আপাতত পরিবার ও কাজেই সময় দিতে চাইছি।” কিন্তু কেন হঠাৎ খাতায় কলমে দলত্যাগের সিদ্ধান্ত? সরাসরি কিছু না বললেও কাঞ্চনা মল্লিকের দলত্যাগের নেপথ্যে নব্য-পুরনো দ্বন্দ্বও একটা কারণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
advertisement
প্রসঙ্গত, ২০১৯ সালে দিল্লি উড়ে গিয়েছিলেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। সেখানে বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন আরও অনেকে। পরবর্তীতে বিজেপির বহু কর্মসূচিতে সামনের সারিতে দেখা যায় কাঞ্চনাকে। তবে একটা সময়ের পর দলের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন এই অভিনেত্রী। দলের কোনও কর্মসূচিতেই দেখা যাচ্ছিল না তাঁকে। এসবের মাঝেই দলের সঙ্গে সমস্ত সম্পর্ক 'আপাতত' ছিন্ন করলেন অভিনেত্রী।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kanchanaa Moitra: ‘আপাতত বিদায়...’, BJP ছাড়লেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র! ফেসবুক পোস্ট দিয়ে আসল 'কারণ' ঘোষণা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement