Kalyanmoy Ganguly: আশঙ্কা ছিল খারিজের, বড় সিদ্ধান্ত নিলেন এসএসসি দুর্নীতিকাণ্ডে জেলবন্দি কল্যাণময়!

Last Updated:

Kalyanmoy Ganguly: বুধবার বিচারপতি জয়মাল্য বাগচী তাঁর মৌখিক পর্যবেক্ষণে জানান, যেহেতু সিবিআই এই মুহূর্তে আর্থিক দুর্নীতির দিকটি খতিয়ে দেখছে, তাই এই মুহূর্তে জামিন দেওয়া সম্ভব নয়।

কল্যাণময়ের আবেদন প্রত্যাহার
কল্যাণময়ের আবেদন প্রত্যাহার
#কলকাতা: কলকাতা হাইকোর্ট থেকে জামিনের আবেদন প্রত্যাহার। জামিনের আবেদন প্রত্যাহার করলেন এসএসসি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বুধবারই তাকে আবেদন প্রত্যাহারের সুযোগ দিয়েছিল হাইকোর্ট। সেই মোতাবেক বৃহস্পতিবার তাঁর আইনজীবীরা জানান যে, কল্যাণময় গঙ্গোপাধ্যায় জামিনের আবেদন প্রত্যাহার করতে চান।
বুধবার বিচারপতি জয়মাল্য বাগচী তাঁর মৌখিক পর্যবেক্ষণে জানান, যেহেতু সিবিআই এই মুহূর্তে আর্থিক দুর্নীতির দিকটি খতিয়ে দেখছে, তাই এই মুহূর্তে জামিন দেওয়া সম্ভব নয়। তাই আবেদন প্রত্যাহার না করলে তা খারিজ করা হবে। সেই মোতাবেক বৃহস্পতিবার জামিনের আবেদন প্রত্যাহার করলেন কল্যাণময়। বুধবারই সিবিআই-কে বিচারপতি জয়মাল্য বাগচীর পরামর্শ ছিল, নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেন খুঁজে দেখুন। অযোগ্যদের চাকরি নিশ্চয় ভালবাসার বশবর্তী হয়ে দেওয়া হয়নি।''
advertisement
advertisement
তদন্তকারী সংস্থার উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য ছিল, ''কতদিন জেলবন্দী করে রাখতে পারবেন? গোটা বিচারপ্রক্রিয়া ঠিক সময়ের মধ্যে শেষ করতে পারবেন? তদন্ত শেষ করুন।'' কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের আইনজীবী শেখর বসুর পাল্টা যুক্তি ছিল, ১১৩ দিন জেলে আছেন কল্যাণময়। চার্জশিট দাখিল হয়ে গেছে। অবৈধ নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। জামিন দেওয়া হোক। অপরদিকে, সিবিআইয়ের আইনজীবী অরুণ মাইতির পাল্টা সওয়াল ছিল, আদালতের নির্দেশে তদন্ত করছি। অনুসন্ধানের সময় বেনিয়ম পেয়েছি বলে গ্রেফতার করা হয়েছে। শান্তিপ্রসাদ সিনহার সঙ্গে চক্রান্তে যুক্ত ছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শান্তি প্রসাদ সিনহার কাছ থেকে সুপারিশ পত্র নিয়ে নিজেই সরাসরি নিয়োগপত্র দিতেন। প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরে নিয়োগপত্র দেওয়া হত।
advertisement
এরপরই বিচারপতি জয়মাল্য বাগচী মন্তব্য ছিল, ''আমরা এই দুর্নীতির কার্যপ্রণালী এবং এই দুর্নীতিতে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের ভূমিকা জানতে চাই। কোনও আর্থিক লেনদেন হয়েছে? কতজনকে চাকরি দেওয়া হয়েছে? চাকরি নিশ্চয়ই ভালবাসার কারণে দেওয়া হয়নি? টাকার লেনদেন আছে কিনা খুঁজে দেখুক সিবিআই। কতদিন জেলবন্দী করে রাখতে পারবেন? গোটা বিচারপ্রক্রিয়া ঠিক সময়ের মধ্যে শেষ করতে পারবেন? তদন্ত চালিয়ে নিয়ে যান।''
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kalyanmoy Ganguly: আশঙ্কা ছিল খারিজের, বড় সিদ্ধান্ত নিলেন এসএসসি দুর্নীতিকাণ্ডে জেলবন্দি কল্যাণময়!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement