Kalyanmoy Ganguli Arrested: নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর হাতে গ্রেফতার কল্যাণময়! কেন? জানুন বিস্তারিত

Last Updated:

Kalyanmoy Ganguli Arrested: গ্রুপ সি নিয়োগে, ৩৮১ জনের মধ্যে ২২২ জনের নাম কোন প্যানেল বা ওয়েটিং লিস্টে ছিল না। জানুন কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতারের কারণ! বিরাট দুর্নীতি!

#কলকাতা: কলকাতা হাই কোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগ কমিটির রিপোর্টে এসএসসি নিয়োগ দুর্নীতির ষড়যন্ত্রে দায়বদ্ধ করা হয় মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় কে। এই বাগ কমিটির রিপোর্ট কে মান্যতা দিয়েছে হাই কোর্ট বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চও। এসএসসি নিয়োগ দুর্নীতির রহস্যভেদে CBI তদন্তের নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একক বেঞ্চ। সিবিআই তদন্তের বড় হাতিয়ার বাগ কমিটির রিপোর্ট।
শুধুমাত্র গ্রুপ সি নিয়োগে, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে ৩৮১ জনকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে শূন্যপদের তথ্য নিয়ে বেআইনিভাবে সেই তথ্য কাজে লাগিয়েছেন এসএসসি উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা এবং  সুপারিশ পত্র ছাপানোর কাজ করেছিলেন সমরজিৎ আচার্য।  শান্তি প্রসাদ সিনহা নিজে ভুয়ো সুপারিশ পত্র কল্যাণময় গাঙ্গুলিকে দিতেন। কল্যাণময় গঙ্গোপাধ্যায় সেই সুপারিশ পত্রের ভিত্তিতে টেকনিকাল অফিসার রাজেশ লায়েক কে দিয়ে নিয়োগপত্র তৈরি করতেন। CD, পেনড্রাইভ, ই- মেলের মাধ্যমেও এই সুপারিশ পত্র তারা পেতেন।নিয়োগপত্র দেওয়া হত এসএসসি র নব নির্মিত ভবনে।
advertisement
এই ভবনকে কখনই ঘোষিত (notified) করা হয়নি। কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং শান্তি প্রসাদ সিনহার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 120B ধারায় মামলা রুজু করা উচিত বলে জানায় বাগ কমিটি। প্যানলে প্রকাশের সময় SSC স্বচ্ছতা বজায় রাখেনি।আদালতের নির্দেশে প্যানেল ওয়েবসাইটে আপলোড করার আগেও তাতে পরিবর্তন আনা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের অনুমোদনের ভিত্তিতে যে উপদেষ্টা কমিটি হয়েছিল তাকেও বেআইনি বলে কমিটি।  এসএসসি র অফিস থেকেই এই সুপারিশপত্র দেওয়া হয়েছিল।  স্ক্যান সই ব্যবহার করে সুপারিশ পত্র দেওয়া হয়। গ্রুপ সি নিয়োগে, ৩৮১ জনের মধ্যে ২২২ জনের নাম কোন প্যানেল বা ওয়েটিং লিস্টে ছিল না।
advertisement
advertisement
এরা পার্সোনালিটি টেস্টে অংশ গ্রহণ করেনি, কারণ এরা কেউ লিখিত পরীক্ষায় পাশ করেনি। অশোক কুমার সাহা, সৌমিত্র সরকার, শান্তি প্রসাদ সিনহার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদক্ষেপ করা উচিত। কারণ এরা প্যানেলের পুনর্মূল্যায়ন করে Rank পরিবর্তন করেছে। বিভিন্ন আঞ্চলিক এসএসসি অফিসের দায়িত্ব সামলানো,শর্মিলা মিত্র, চৈতালি ভট্টাচার্য, শুভজিৎ চ্যাটার্জী, মহুয়া বিশ্বাস, শেখ সিরাজউদ্দিন এবং এসএসসি তৎকালীন চেয়ারম্যান  সুবিরেশ ভট্টাচার্যর বিরুদ্ধেও নিয়ম বহির্ভূত ভাবে কাজ করার জন্য শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদক্ষেপ করা উচিত বলে জানায় বাগ কমিটি।
advertisement
ARNAB HAZRA
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kalyanmoy Ganguli Arrested: নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর হাতে গ্রেফতার কল্যাণময়! কেন? জানুন বিস্তারিত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement