Kalyan Banerjee: তৃণমূল সাংসদ কল্যাণের অ্যাকাউন্ট থেকে হঠাৎ উধাও ৫৫ লক্ষ টাকা! অভিনব উপায়ে জালিয়াতি, তদন্তে লালবাজার
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Kalyan Banerjee: তৃণমূল সাংসদের অভিযোগ, তাঁর দীর্ঘদিন ব্যবহার না হওয়া অ্যাকাউন্ট ব্যবহার করে জালিয়াতি করেছে দুষ্কৃতীরা।
কলকাতা: বৃহস্পতিবার রাতে আচমকাই তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে উধাও প্রায় ৫৫ লক্ষ টাকা। জানা গিয়েছে, সাংসদের ডরম্যান্ট অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। সূত্রের খবর, কল্যাণের স্টেট ব্যাঙ্কের হাইকোর্ট ব্রাঞ্চ থেকে টাকা ট্রান্সফার করা হয়েছে।
advertisement
তৃণমূল সাংসদের অভিযোগ, তাঁর দীর্ঘদিন ব্যবহার না হওয়া অ্যাকাউন্ট ব্যবহার করে জালিয়াতি করেছে দুষ্কৃতীরা। ফলস্বরূপ উধাও হয়ে গিয়েছে ৫৫ লক্ষ টাকা। ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন তিনি। তদন্ত শুরু করেছে লালবাজার।
advertisement
advertisement
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, জাল কেওয়াইসি ব্যবহার করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা হয়েছে। ইতিমধ্যেই, ঘটনার তদন্তে নেমেছে লালবাজার। কল্যাণের অভিযোগ, তাঁর এসবিআইয়ের হাইকোর্ট শাখার অ্যাকাউন্টটি দীর্ঘদিন ব্যবহৃত না হওয়ায় ডরম্যান্ট অ্যাকাউন্ট হয়ে গিয়েছিল।
advertisement
সেই অ্যাকাউন্ট থেকে কেওয়াইসি চুরি করেছে জালিয়াতরা। অর্থাৎ কেওয়াইসি জাল করে অ্যাক্টিভ অ্যাকাউন্ট থেকে ৫৫ লক্ষ টাকা তুলে নেয় তারা। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় ওই ব্রাঞ্চের ম্যানেজার ফোন করে কথা বলেন কল্যাণের সঙ্গে। জানতে চান, তাঁর অ্যাকাউন্ট থেকে এত বড় অঙ্কের টাকা তুলে নেওয়া হয়েছে। এরপরই বিষয়টি সামনে আসে। দ্রুত লালবাজার সাইবার অপরাধ শাখায় অভিযোগ দায়ের করেছেন কল্যাণের আইনজীবী। পুলিশ তদন্ত শুরু করেছেন বলে জানা যাচ্ছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 07, 2025 8:40 AM IST

